• NEWS PORTAL

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫

নেই শান্ত, টস জিতলেন মিরাজ, নাহিদের অভিষেক

প্রকাশিত: ১৫:৪৬, ১১ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
নেই শান্ত, টস জিতলেন মিরাজ, নাহিদের অভিষেক

শান্ত না থাকায় অধিনায়কত্ব করছেন মিরাজ। ছবি- এসিবি ফেসবুক

শারজায় সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তার জায়গায় অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া অভিষেক হচ্ছে তরুণ পেসার নাহিদ রানার। 

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় লজ্জার হারের মুখ দেখে টিম বাংলাদেশ।  তবে দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের জয়ে সিরিজে সমতায় ফেরায় টাইগাররা। 

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। ইনজুরির কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জাকির হাসান। এছাড়া একাদশে নেই তাসকিন আহমেদ। অভিষেক হচ্ছে তরুণ পেসার নাহিদ রানার। 

নাহিদ রানা

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

বিভি/এজেড

মন্তব্য করুন: