খুলনার জয়রথ থামিয়ে জয়ের ধারায় ফিরলো রাজশাহী
ছবি: সংগৃহীত
চলমান বিপিএলে নিজের খেলা তিন ম্যাচে মাত্র একটিতেই জয়ের দেখা পেয়েছিল দুর্বার রাজশাহী। শুক্রবার সিলেটে খুলনা টাইগার্সকে ২৮ রানের হারিয়ে এই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিলো এনামুল হক বিজয়ের দল।
রাজশাহীর দেয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা টাইগার্স। দলীয় ৫৯ রানের মধ্যেই তিন টপ অর্ডার ব্যাটারের উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। এরপর খুলনার হয়ে দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করতে থাকেন আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অংকনরা। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। আফিফ ফেরেন দলীয় ৯০ রানে এবং অংকন ফেরেন দলীয় ৯২ রানে। বিপর্যয়ে পড়া খুলনাকে একা হাতে টেনে তুলতে মারকুটে ভঙ্গিতে ব্যাট করতে থাকেন ব্যাটার ইমরুল কায়েসও। কিন্তু ৬ বলে ১৭ রানের ইনিংস খেলা ছাড়া আর তেমন কিছুই করতে পারেননি তিনি। এরপর বাকি ব্যাটাররাও ছিলেন আশা যাওয়ার মিছিলে। যে কারণে ২৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীকে শুরু এনে দেন মোহাম্মদ হারিস এবং জিশান আলম। দুজনের ব্যাটে ভর করে ৪৪ রান তুলতে পারে রাজশাহী। ২০ বলে ২৭ রান করে হারিস আউট হন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এনামুল হক বিজয়। ৭ রান করে এই ডান হাতি ব্যাটার। ৫ রান করে তাকে সঙ্গ দেন এসএম মেহরাব। এরপর ২২ বলে ২৩ রান করে জিশান আউট হলে দলীয় ৬৭ রানে ৪ উইকেট হারায় রাজশাহী।
এরপর রাজশাহী শিবিরের হাল ধরেন ইয়াসির আলী ও রায়ান বার্ল। দুজনের ব্যাটে ভর করে ১৮তম ওভারে ১৫০ রানের কোটা পার করে রাজশাহী। তবে ফিফটি তুলতে পারেননি ইয়াসির। ২৪ বলে ৪১ রান করে বোল্ড হন এই ডান হাতি ব্যাটার। এরপর ব্যাটে এসে ৪ বলে ১৪ রান তোলেন আকবর। শেষ পর্যন্ত আকবরের ৯ বলে ২১ রান এবং রায়ান বার্লের ২৯ বলের অপরাজিত ৪৮ রানে ভর করে ১৭৮ রানের লড়াকু পুঁজি পেয়েছিল রাজশাহী।
বিভি/এআই
মন্তব্য করুন: