• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

লিটন-সাব্বিরের ব্যাটে হাঁসি; ঢাকার সংগ্রহ ১৯৩ 

প্রকাশিত: ২০:৪৫, ১০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
লিটন-সাব্বিরের ব্যাটে হাঁসি; ঢাকার সংগ্রহ ১৯৩ 

চলমান বিপিএলের শুরু থেকে রানের মধ্যেই ছিলেন না লিটন দাশ। যে কারণে এক ম্যাচ ছিলেন বেঞ্চে। কিন্তু, শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ছন্দে ফিরলেন তিনি। খেললেন ৪৩ বলে ৭৩ রানের ইনিংস।

পাশাপাশি গত ম্যাচের মতো এই ম্যাচেও ছন্দে ছিলেন সাব্বির রহমান খেলেছেন ১০ বলে ২৩ রানের ক্যামিও। যে কারণে সিলেটের বিপক্ষে ১৯৩ রানের বড় পুঁজি পেয়েছে ঢাকা ক্যাপিটালস। 

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে ব্যাট করতে থাকেন লিটন। তাকে সঙ্গ দেন ওয়ান ডাউনে নামা ব্যাটার মুনিম শাহরিয়ার। ১২৯ রানের দারুণ জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর দলীয় ১৩৬ এবং ১৩৭ রানের মধ্যেই তারা হারায় এই দুই সেট ব্যাটারের উইকেট। এরপর থিসারা পেররাকে নিয়ে ১৭ বলে ৪১ রানের দারুণ জুটি গড়েন সাব্বির। সাব্বির ২৩ করে আউট হন এবং থিসারা আউট হন ৯ বলে ১৮ রান করে। 

সিলেটের হয়ে এদিন সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রাকিম কর্নওয়াল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: