• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ধারে এসি মিলানে গেলেন ম্যান সিটির কাইল

প্রকাশিত: ১২:৪৯, ২৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ধারে এসি মিলানে গেলেন ম্যান সিটির কাইল

মৌসুমের বাকি সময়ের জন্য ধারে এসি মিলানেই গেলেন ম্যানচেস্টার সিটির অধিনায়ক কাইল ওয়াকার। শুক্রবার (২৪ জানুয়ারি) দুই পক্ষই বিবৃতি দিয়ে এ খবর জানিয়েছে। মিলান চাইলে, ৩৪ বছরের এই ইংলিশ ডিফেন্ডারকে চুক্তি শেষে পাকাপাকিভাবে কিনেও নিতে পারবে।  

২০১৭ সালে টটেনহ্যাম হটস্পার থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন কাইল ওয়াকার। ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত ৩১৯ ম্যাচ খেলে ছয়টি প্রিমিয়ার লীগের সঙ্গে সিটির একমাত্র চ্যাম্পিয়ন্স লীগ ট্রফিসহ ১৭টি শিরোপা জিতেছেন এই ইংলিশ ডিফেন্ডার। কিন্তু চলতি মৌসুমে দলে নিয়মিত হতে পারছিলেন না ৩৪ বছরের ওয়াকার। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১৮ ম্যাচ। যার মধ্যে প্রিমিয়ার লীগে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন কেবল ৯ ম্যাচে। 

সিটির জার্সিতে সবশেষ মাঠে নামেন গত ৪ জানুয়ারি ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে। ওই ম্যাচের পর কোচ পেপ গার্দিওলাকে ইংল্যান্ডের বাইরের ক্লাবে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন ওয়াকার। অবশেষে তার সেই ইচ্ছাই পূরণ হয়েছে। 

শুরুতে সৌদি প্রো লিগের কোনো ক্লাবে যাওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত ইতালির এসি মিলানেই ওয়াকারের নতুন ঠিকানা হয়েছে। কত টাকায় রফা হয়েছে, তা অবশ্য জানায়নি দুই ক্লাব। তবে ইতালির সংবাদ মাধ্যম 'স্কাই' বলেছে, ওয়াকারকে ধারে নিতে সিরি-আ লিগের দলটিকে সাড়ে পাঁচ মিলিয়ন ইউরোর কাছাকাছি খরচ করতে হয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2