• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

নতুন দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম 

প্রকাশিত: ২০:৫৯, ২৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ২১:০০, ২৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
নতুন দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম 

ছবি: নাজমুল আবেদিন ফাহিম

গত বছরের ৫ই আগস্টের পর থেকে রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) লেগেছে পরিবর্তনের হাওয়া। বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এই ধারা। এবার, শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড সভায় দুটি বিভাগের নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি।

যেখানে দুই বোর্ড পরিচালক নতুন দুটি কমিটির দায়িত্ব পেয়েছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা ও নারী বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্ব পেয়েছেন আগে থেকেই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের পদ সামলানো ইফতেখার রহমান মিঠু।

বোর্ড সভা শেষে সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক মাহবুব আনাম এবং ইফতেখার রহমান মিঠু। সেখানেই তারা এই ঘোষণা জানান। তারা জানিয়েছেন স্ট্যান্ডিং কমিটি এবং কে কোন বিভাগের দায়িত্বে থাকবেন এসব বিষয় নিয়ে। 

এ ছাড়া বিসিবি সভাপতি ফারুক আহমেদ মার্কেটিং এন্ড কমার্শিয়াল কমিটি; ফিন্যান্স, গেম ডেভলপমেন্ট ও লজিস্টিক এন্ড প্রটোকল বিভাগের দায়িত্বে ফাহিম সিনহা, ডিসিপ্লিন কমিটি এবং এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি সাইফুল আলম চৌধুরী স্বপন, টুর্নামেন্ট এবং ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি আকরাম খান, গ্রাউন্ডস কমিটি মাহবুব আলম এবং মেডিকেল কমিটির দায়িত্ব পেয়েছেন মনজুরুল আলম।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পরে বিসিবি পরিচালকদের মধ্যে একে একে পদত্যাগ করেছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, নাঈমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকরা। এই তালিকায় আছে খালেদ মাহমুদ সুজনের নামটিও। সাবেক ক্রিকেটার এনায়েত হোসেন সিরাজও পদত্যাগ করেছেন। 

তার আগে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর হয়ে বিসিবির পরিচালক হয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। বাকিদের জায়গায় নতুন করে এখনও কেউ পরিচালক হননি।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2