সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেলো মিয়ামি ব্লেজ

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুন্যে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে মিয়ামি ব্লেজ। ১৩ রানে হারায় গ্র্যান্ড কেইম্যান ফ্যালকন্সকে। মিয়ামির ১১০ রানের জবাবে ৯৭-তে শেষ হয় ফ্যালকন্সের ইনিংস।
জর্জ টাউনে টস জিতে ফিল্ডিং বেছে নেয় ফ্যালকন্স। আগে ব্যাটিংয়ের সুযোগে শ্রী ভতস গোস্বামিকে সাথে নিয়ে ওপেনিংয়ে নামেন সাকিব আল হাসান। গোস্বামি মাত্র ৫ রানে ফিরে যান। সাকিবের সাথে যোগ দেন অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা।
সাত দলের এই টি-টেন লিগে আগের দুই ম্যাচে পরাজয়ে প্রথম জয়ের জন্য মুখিয়ে ছিলো মিয়ামি। ফ্যালকন্সের বিপক্ষে জ্বলে ওঠে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ব্যাট। ১১ বলে ২টি ছক্কা ও ৩টি চারে ২৯ রানের ইনিংস খেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব। পেরেরার ব্যাট থেকে আসে ৪৫ রান। ৫ উইকেটে ১১০ রানের সংগ্রহ পায় মিয়ামি।
জবাব দিতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় চাপে পড়ে ফ্যালকন্স। সিরাগ গান্ধি ২৫ করেন। সেহান জয়সুরিয়ার শিকার ৩ উইকেট।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও নৈপুন্য দেখান সাকিব। ২ ওভারে ১৯ রান দিয়ে নেন এক উইকেট। রোনাল্ডো আলি মোহাম্মদ করেন ১৬। ৮ উইকেটে ৯৭ রানে শেষ হয় ফ্যালকন্সের ইনিংস। ম্যাচ জিতে নেয় মিয়ামি ব্লেজ।
এদিকে, টানা দুই ম্যাচে হারলো ফ্যালকন্স। সাকিবদের পরে ম্যাচ ভেগাস ভাইকিংসের বিপক্ষে। ২৩ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: