• NEWS PORTAL

  • রবিবার, ২০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পেনাল্টিবিহীন গোলের রেকর্ডে রোনালদোকে ছাড়িয়েছেন মেসি

প্রকাশিত: ১১:১০, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
পেনাল্টিবিহীন গোলের রেকর্ডে রোনালদোকে ছাড়িয়েছেন মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে এক ম্যাচ বিরতি দিয়ে আবারো জোড়া গোল করেছেন লিওনেল মেসি। এই জোড়া গোলে ইন্টার মায়ামিকে ৫-১ ব্যবধানে জেতানোর পথে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডও ভেঙেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা।

মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার পর আগের ম্যাচে গোলহীন ছিলেন মেসি। সিনসিনাটির বিপক্ষে তার গোল না করার ম্যাচে হেরেছিলো ইন্টার মায়ামি।

এক ম্যাচ বিরতি দিয়ে আজ আবারও জোড়া গোলে জয় উদযাপন করেছেন ৩৮ বছরের আর্জেন্টাইন ফরোয়ার্ড। নিউইয়র্ক রেড বুলসের মাঠে মায়ামির জয়োৎসব ৫-১ গোলের বড় ব্যবধানে।

১৪ মিনিটে পিছিয়ে পড়া দলকে ১০ মিনিটের মধ্যে মেসির অ্যাসিস্টে সমতায় ফেরান জর্দি আলবা। ২৭ মিনিটে ও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভেনেজুয়েলার তরুণ মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়ার জোড়া গোলে স্কোরলাইন ৩-১ করে নেয় মায়ামি। ৬০ মিনিটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে মেসির লক্ষ্যভেদ।

এরপর ৭৫ মিনিটে মেসির একক প্রচেষ্টায় ফের গোল। এই জোড়া গোলে পেনাল্টিবিহীন গোলের রেকর্ডে রোনালদোকে ছাড়িয়েছেন মেসি। পর্তুগিজ তারকার ৯৩৮ গোলের ৭৬৩টি ছিল নন-পেনাল্টি।

রোনালদোর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলা মেসির ৮৭৪ গোলে সংখ্যাটা হলো ৭৬৪। এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে পাঁচে থাকা মায়ামির ২১ ম্যাচে পয়েন্ট হলো ৪১। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2