• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রোনালদিনহো-মেসির সেই ১০ নম্বর জার্সি এখন ইয়ামালের

প্রকাশিত: ১৭:১২, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রোনালদিনহো-মেসির সেই ১০ নম্বর জার্সি এখন ইয়ামালের

ফুটবলের জাদুকর রোনালদিনহো ও লিওনেল মেসির গায়ে জড়ানো বার্সেলোনার সেই বিখ্যাত ১০ নম্বর জার্সি এবার উঠছে তরুণ তারকা লামিন ইয়ামালের গায়ে। গত বুধবার ক্লাবের ১০ নম্বর জার্সিটি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। গতকাল তার হাতে এই জার্সি তুলে দেন প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা।

স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামের ক্লাব শপে এক অনুষ্ঠানে সাংবাদিকদের ইয়ামাল বলেন, ‘মেসি তার পথ তৈরি করেছে এবং আমিও আমারটি তৈরি করব। আমি যতটা সম্ভব কঠোর পরিশ্রম করব, সবকিছু দেব এবং বার্সা ভক্তদের খুশি করার চেষ্টা করব।’

১৮ বছর বয়সী এই উইঙ্গারকে কখনো কখনো বার্সেলোনা সাবেক সুপারস্টার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সাথে তুলনা করা হয়। মেসিও এই ক্লাবের যুব একাডেমি থেকে মূল দলে খেলার সুযোগ পেয়েছিলেন। গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে ইয়ামাল সামনে থেকে দলকে সহযোগিতা করেছেন।

মে মাসে বার্সেলোনার সাথে ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন ইয়ামাল। এর মাধ্যমে ক্লাবের অন্যতম সেরা চুক্তিভূক্ত খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই স্প্যানিয়ার্ড। 

কাতালান জায়ান্টদের জয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও স্পেনের হয়ে বিশ্বকাপ জিততে চান ইয়ামাল। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘গত বছরের থেকেও আরো বেশী নিজেকে উপভোগ করতে চাই। একইসাথে নিজের স্বপ্ন পূরণ করতে চাই।’

এ পর্যন্ত বার্সেলোনার জার্সিতে ১০০রও বেশী ম্যাচে ২৫ গোল করেছেন ইয়ামাল। ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ৪১ নম্বও জার্সি পড়ে ইয়ামালের বার্সেলোনায় অভিষেক হয়। 

ইয়ামাল বলেন, ‘বার্সা আমার জীবন। যখন আমার বয়স ৭ বছর তখন থেকেই আমি এখানে আছি। লা মেসিয়ার সব বাচ্চাদেরই স্বপ্ন থাকে একদিন সিনিয়র দলে খেলার। আমি সেটা করতে পেরেছি এবং এজন্য পরিশ্রম চালিয়ে যাবো। শৈশবে স্বপ্ন দেখতাম বার্সেলোনায় খেলবো এবং এই নম্বরের জার্সিটি পড়বো।’

এক মৌসুম ২৭ নম্বর জার্সি পড়ার পর গত মৌসুমে মেসির পথ ধরে তিনি ১৯ নম্বর জার্সি পান। আর্জেন্টাইন সুপারস্টার ২০০৫-০৮ সাল পর্যন্ত এ নম্বরের জার্সি পড়ে খেলেছেন। 

২০২১ সালে আরেক তরুন আনসু ফাতি মেসির উত্তরাধিকার হিসেবে বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পেয়েছিলেন। ঐ সময় মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান। 

দীর্ঘ ইনজুরির কারনে ফাতি বার্সেলোনায় তার প্রত্যাশা পূরনে ব্যর্থ হয়ে জুলাইয়ের শুরুতে ধারে মোনাকোতে চলে যান।  বার্সেলোনার ১০ নম্বর জার্সিধারী অন্য তারকারা হলেন দিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো ও রিভাল্ডো। 

ইয়ামাল বলেন, ‘মেসি, ম্যারাডোনা, রোনালদিনহো প্রত্যেকেই ফুটবলের লিজেন্ড। একইসাথে এই ক্লাবেরও লিজেন্ড। তারা ক্লাবকে যা দিয়েছে সেজন্য তাদের প্রতি সকলে কৃতজ্ঞ। আমি তাদের এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করবো।’

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2