• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মিরপুরে টস জিতলো বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান, দেখে নিন একাদশ

প্রকাশিত: ১৭:৪০, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মিরপুরে টস জিতলো বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান, দেখে নিন একাদশ

দীর্ঘ ৪৩৪ দিন পর আবারও মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ।

রবিবার (২০ জুলাই) তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে আগে ব্যাটিং করবে পাকিস্তান।  এর আগে ২০২৪ সালের ১২ মে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল টাইগাররা। ওই ম্যাচে অবশ্য জিততে পারেনি টাইগাররা। ব্রায়ান বেনেটের ব্যাটিং বীরত্বে ৮ উইকেটে জিতেছিলো জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কার মাটি থেকে সিরিজ জয়ের ধারাবাকিতা বজায় রাখতে আজও চেষ্টা চালিয়ে যাবে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে নেই মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক),  তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2