ধুঁকছে পাকিস্তান, ৫০ রানের আগেই নেই ৫ উইকেট

উইকেট শিকারের পর তানজিম সাকিবের উল্লাস। ছবি- সংগৃহীত
বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিরপুরের চেনা মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছিলেন পাকিস্তান অধিনায়ক। কিন্তু তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের শুরুতেই উল্টো চিত্র দেখা গেল। টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় ৫০ রানের আগেই হারিয়েছে ৫টি উইকেট।
রবিবার (২০ জুলাই) সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া ম্যাচের প্রথম ওভারে দুটি বাউন্ডারির মাধ্যমে ৯ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিলেও পরে এক এক করে সাজঘরে ফেরেন ৫ ব্যাটার। তাসকিন, মুস্তাফিজুর, শেখ মাহেদী ও তানজিম সাকিব প্রত্যেকে একটি করে উইকেট নেন। আরেকটি রান আউটের ফাঁদে পড়েন।
ইনিংসের ৭.৪ ওভারের সময় পাকিস্তানের যখন স্কোর ৪৬ রান। তখন পঞ্চম উইকেটের পতন ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে পাকিস্তান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এই প্রথম বাংলাদেশের বিপক্ষে ৮০ রানের নিচে প্রথম ৫ উইকেট হারাল পাকিস্তান।
ওপেনার ফখর জামান ৩২ বলে ৪২ ও খুশদিল শাহ ৫ রানে ক্রিজে আছেন। এই জুটি ১৪ বলে ২০ রান করেছেন। এর আগে সায়েম আইয়ুব ৬, হারিস ৪, সালমান ৩, হাসান নওয়াজ ০ ও মোহাম্মদ নওয়াজ ৩ রানে সাজঘরে ফেরেন।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।
বিভি/এজেড
মন্তব্য করুন: