মুস্তাফিজের রেকর্ড বোলিংয়ে পাকিস্তানের ধস, বাংলাদেশ জিতবে তো?

মিরপুরে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়া বাংলাদেশি হিসেবে রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। তার রেকর্ডের দিন ১১০ রানেই গুটিয়ে গেছে সফরকারী পাকিস্তান। জয়ের জন্য বাংলাদেশের দরকার ১১১ রান।
রবিবার (২০ জুলাই) বাঁহাতি পেসার দ্য ফিজ মিরপুরে ৪ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এর আগে রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।
পাকিস্তানের ১১০ রানের মধ্যে সর্বোচ্চ ৩৪ বলে ৪৪ রান করেন ফখর জামান। আব্বাস আফ্রিদি ২৪ বলে ২২ এবং খুশদিল শাহ ২৩ বলে ১৭ রান করেন। এর আগে সায়েম আইয়ুব ৬, হারিস ৪, সালমান ৩, হাসান নওয়াজ ০ ও মোহাম্মদ নওয়াজ ৩ রানে সাজঘরে ফেরেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৩টি, মুস্তাফিজুর ২টি, তানজিম সাকিব ও শেখ মাহেদী একটি করে উইকেট নেন। ৩টি উইকেট গিয়েছে রান আউটে।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।
বিভি/এজেড
মন্তব্য করুন: