তানজিদ-লিটনের ব্যর্থতার পর হাল ধরেছেন ইমন-হৃদয়

আউট হয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন ওপেনার তানজিদ। ছবি- সংগৃহীত
লক্ষ্যমাত্রা মাত্র ১১১ রান। শুরুতেই দলকে বিপদে ফেলেন ওপেনার তানজিদ তামিম ও অধিনায়ক লিটন দাস। তবে দলের হাল ধরে জয়ের দিকে এগিয়ে নিচ্ছেন পারভেজ ইমন ও তাওহীদ হৃদয়। মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১০ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১১ ওভার শেষে ২ উইকেটে ৭২ রান। জয়ের জন্য এখনও দরকার ৩৯ রান। হৃদয় ৩৫ ও ইমন ৩৩ রানে ক্রিজে আছেন।
এর আগে টি-টোয়েন্টিতে তিন সিরিজে নয় ম্যাচ পর এই ম্যাচে টস জয়ের সৌভাগ্য হয় টাইগার অধিনায়ক লিটন দাসের। হোম অব ক্রিকেটে প্রায় নয় মাস পরে ফিরেছে আর্ন্তজাতিক ক্রিকেট। উইকেটের সুবিধা নিতে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা।
দলের সিদ্ধান্তটা কাজে লাগাতে প্রথম ওভার থেকেই জ্বলে ওঠার চেষ্টা করেন টাইগার বোলাররা। এই ম্যাচে পেসার শরিফুলে জায়গায় নেয়া হয় তাসকিন আহমেদকে। তসকিনের বলে ওপেনার সায়েম আইউব ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।
পাকিস্তানের ১১০ রানের মধ্যে সর্বোচ্চ ৩৪ বলে ৪৪ রান করেন ফখর জামান। আব্বাস আফ্রিদি ২৪ বলে ২২ এবং খুশদিল শাহ ২৩ বলে ১৭ রান করেন। এর আগে সায়েম আইয়ুব ৬, হারিস ৪, সালমান ৩, হাসান নওয়াজ ০ ও মোহাম্মদ নওয়াজ ৩ রানে সাজঘরে ফেরেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৩টি, মুস্তাফিজুর ২টি, তানজিম সাকিব ও শেখ মাহেদী একটি করে উইকেট নেন। ৩টি উইকেট গিয়েছে রান আউটে।
বিভি/এজেড
মন্তব্য করুন: