• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এএফসির নিয়ম ভাঙে শাস্তি পেলো বাফুফে, গুণলো জরিমানা

প্রকাশিত: ০০:৫৪, ২১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এএফসির নিয়ম ভাঙে শাস্তি পেলো বাফুফে, গুণলো জরিমানা

গত ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হাইভোল্টেজ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হামজা চৌধুরী, সামিত সোমদের ওই ম্যাচে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধিরা নিয়মভঙ্গ করেন। যে কারণে শাস্তির মুখে পড়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। 

ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচটিতে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে বাফুফের প্রতিনিধিদের কারণে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে কমপক্ষে ২ মিনিট বিলম্ব হয়েছিল। এজন্য ফেডারেশনকে ১,৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি।

চলতি মাসের ১৭ তারিখ এএফসির এই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই বাফুফেকে সতর্ক করে দেয়া হয়েছে যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করা হয়। তাহলে আরও কঠোর শাস্তির সম্মুখীন হতে হতে পারে। তবে আগামী ৩০ দিনের মধ্যে বাফুফেকে জরিমানার ১,৫০০ মার্কিন ডলার দিতে হবে। 

এদিকে শুধু বাংলাদেশ নয়, এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির সভায় মিয়ানমার, পাকিস্তান ও কিরগিজস্তানসহ অন্য দেশকেও জরিমানা করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2