• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

বিশ্বকাপে গ্রুপ পর্বে যাদের সঙ্গে লড়বে আর্জেন্টিনা-ব্রাজিল

প্রকাশিত: ১৩:২৯, ৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিশ্বকাপে গ্রুপ পর্বে যাদের সঙ্গে লড়বে আর্জেন্টিনা-ব্রাজিল

যুক্তরাষ্ট্রের জন এফ. কেনেডি সেন্টারে ২০২৬ সালে আয়োজিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য ফুটবলের সবচেয়ে বড় এই আয়োজনে বেশিরভাগের নজর আর্জেন্টিনা ও ব্রাজিল।

শুক্রবার ড্র করার পর জানা যায়, ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে এবং আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। ব্রাজিলের ‘সি’ গ্রুপে অন্য দলগুলো হলো- মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। এছাড়াও, জে গ্রুপে বিগত চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

২১০ দেশ নিয়ে ফিফা র‌্যাংকিংয়ের তালিকায় আর্জেন্টিনা দ্বিতীয়। লিওনেল মেসির দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তালিকার ২৪’এ থাকা অস্ট্রিয়া, ৩৫’এ থাকা আলজেরিয়া এবং ৬৬ নম্বরে থাকা জর্ডান।

অন্যদিকে, ‘সি’ গ্রুপে ফিফা র‌্যাংকিংয়ের পঞ্চম অবস্থানে থাকা ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী ১১ নম্বরে থাকা মরক্কো। আরও দুই দল হলো- হাইতি ৮৪, স্কটল্যান্ড ৩৬।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2