• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

এক বছরে দুই বিশ্বকাপ, যে ৭ দেশ খেলবে উভয় আসরে

প্রকাশিত: ১৭:২৮, ৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এক বছরে দুই বিশ্বকাপ, যে ৭ দেশ খেলবে উভয় আসরে

একই বছরে মাঠে গড়াবে ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপ। আর দুটি বিশ্ব আসরেই খেলার সুযোগ পাচ্ছে মাত্র কয়েকটি দেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে সর্বোচ্চ ২০টি দল। একই বছরে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপও, যেখানে খেলবে ইতিহাসে রেকর্ড ৪৮টি দেশ। 

এই দুই বৈশ্বিক আসরে একসঙ্গে খেলার সুযোগ পাচ্ছে মাত্র সাতটি দেশ, যা ক্রীড়াবিশ্বে তৈরি করেছে বিরল এক মিলনমেলা। ক্রিকেট ও ফুটবল—উভয় বিশ্বকাপেই নিশ্চিতভাবে অংশ নিচ্ছে দক্ষিণ আফ্রিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। যদিও এসব দেশের অনেকেই নিয়মিত দুই খেলাতেই অংশ নিয়ে থাকে, তবে একই বছরে দুই বিশ্বকাপে এত কম সংখ্যক দেশের উপস্থিতি ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

ফুটবল বিশ্বকাপে এই সাত দলের গ্রুপও ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা খেলবে ‘এ’ গ্রুপে। কানাডা ও যুক্তরাষ্ট্র রয়েছে ‘বি’ গ্রুপে। অস্ট্রেলিয়া পড়েছে ‘ডি’ গ্রুপে, নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপে, নিউজিল্যান্ড ‘জি’ গ্রুপে এবং ইংল্যান্ড খেলবে ‘এল’ গ্রুপে। ৪৮ দলের বিশাল আয়োজনে দলগুলো বিভিন্ন গ্রুপে ছড়িয়ে রয়েছে।

অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ বিন্যাস ভিন্ন। দক্ষিণ আফ্রিকা ও কানাডা খেলছে ‘ডি’ গ্রুপে। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস রয়েছে ‘এ’ গ্রুপে। অস্ট্রেলিয়া আছে ‘বি’ গ্রুপে, নিউজিল্যান্ড ‘ডি’ গ্রুপে এবং ইংল্যান্ড খেলবে ‘সি’ গ্রুপে। ২০ দল নিয়ে এবারের আসরটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট।

এদিকে দুই বিশ্বকাপে অংশ নেওয়া দেশের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে। ফুটবল বিশ্বকাপের বাকি ছয়টি স্থানের জন্য এখনো প্লে-অফ অনুষ্ঠিত হবে। সে লড়াইয়ে আছে ইতালি, নর্দার্ন আয়ারল্যান্ড ও জ্যামাইকার মতো দেশ। এর মধ্যে কেউ মূল পর্বে উঠতে পারলে, দুটি বিশ্বকাপে অংশ নেওয়া দেশের তালিকায় যুক্ত হতে পারে আরও নতুন নাম।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2