• NEWS PORTAL

  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’  হলেন সাকিব আল হাসান

প্রকাশিত: ০৯:৪৮, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:৫৪, ৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’  হলেন সাকিব আল হাসান

ছবি: সাকিব আল হাসান (সংগৃহীত)

ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ হয়েছেন সাকিব আল হাসান। রবিবার (৭ ডিসেম্বর) আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে শারজা ওয়ারিয়র্জের বিপক্ষে ১২ বলে ১৬ রান করার পর তাকে তুলে নেয় এমআই এমিরেটস। ৮ উইকেটে ১৮৫ করে ম্যাচটি ৪ রানে জিতেছে এমিরেটস। 

দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে ৮৭৯ ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাটিং করেছেন ৯১৩ বার। সর্বশেষটি ছিলো রবিবার শারজায় আইএল টি-টোয়েন্টিতে। ম্যাচটিতে অভূতপূর্ব এক অভিজ্ঞতাই হলো সাকিবের। স্বীকৃত ক্রিকেটে প্রথমবার 'রিটায়ার্ড আউট' হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। টুর্নামেন্টে এটি ছিলো তার অভিষেক ম্যাচ। এমআই এমিরেটসের হয়ে সাকিব খেলেছেন শারজা ওয়ারিয়র্জের বিপক্ষে। প্রথমে ব্যাটিং করে তার দল ৮ উইকেটে ১৮৫ রান করে। সাকিব পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১৬ রান করার পর তাকে উঠিয়ে নেয় এমিরেটস।

১৬তম ওভারের শেষ বলে দলের সংগ্রহ চার উইকেটে ১২৯-এ রেখে সাকিব  ‘রিটায়ার্ড আউট’ হয়ে মাঠ ছাড়ার পর কায়রন পোলার্ড এসে ২ বলে ৪ রান করে আউট হন। এরপর রোমারিও শেফার্ড ১০ বলে ৩১ করে অপরাজিত থাকেন।

শারজা ওয়ারিয়র্জের ইনিংস থামে ৭ উইকেটে ১৮১ রানে। সিকান্দার রাজা ৩৩ বলে ৬৪ রান করেন। সাকিব ২ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। দুবাইয়ে গাল্ফ জায়ান্টসের কাছে প্রথম ম্যাচ ৬ উইকেটে হেরেছে এমিরেটস। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2