• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

‘মরা সাপের’ বিষে নীল কোহলিরা

প্রকাশিত: ০২:১০, ২১ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০৯:২৫, ২১ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
‘মরা সাপের’ বিষে নীল কোহলিরা

ছবি: আইপিএল টি-২০ ডটকম

আইপিএলের ১৪তম আসরের প্রথম ধাপে বিবর্ণ ছিলো কলকাতা নাইট রাইডার্স। সাত ম্যাচে জয় পেয়েছিলো দু'টিতে। আসর থেকে বিদায়  দেখছিলো তারা। করোনার কারণে বিরতি দিয়ে শুরু হওয়া আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেছে কেকেআর।

মরা সাপেরও বিষ থাকে সেটাই তারা দেখিয়েছে বিরাট কোহলির শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু'র বিপক্ষে। ব্যাটে-বলে কোহলি বাহিনীকে উড়িয়ে তুলে নিয়েছে ৯ উইকেটের বিশাল জয়। গত মৌসুমেও আবুধাবির এই শেখ জায়েদ স্টেডিয়ামে দাপট দেখিয়েছিলো কলকাতা।

টস হেরে সাকিব ছাড়া বোলিং করতে নামা কলকাতা এক ওভার থাকতে ৯২ রানে অলআউট করে দেয় কোহলিদের। আরসিবি'র হয়ে সর্বোচ্চ ২২ রান করেন ওপেনার দেবদূত পাডিক্কাল। আর কেউ বিশ রানের ঘরে যেতে পারেননি। কোহলি (৫), ম্যাক্সওয়েল (১০), এবি ডি ভিলিয়ার্স (০) ব্যর্থ হয়ে ফিরে যান।

জবাব দিতে নেমে শুভমন গিল ও ভেঙ্কেটেস আয়ার ১০ ওভারে দলকে জয় এনে দেন। ওপেনার গিল আউট হওয়ার আগে ৩৪ বলে ছয় চার ও এক  ছক্কায় ৪৮ রান করেন। আয়ার খেলেন ২৭ বলে এক ছক্কা  ও সাত চারে ৪১ রানের হার না মানা ইনিংস। কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট নেন। আন্দ্রে রাসেল ৩ ওভারে ৯ রান খরচায় নেন ৩ উইকেট।

বিভি/এসএম

মন্তব্য করুন: