• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

তিনটি বৈশ্বিক আসরের বিড করেছে বিসিবি

প্রকাশিত: ১৯:১৯, ২১ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
তিনটি বৈশ্বিক আসরের বিড করেছে বিসিবি

ছবি: ফাইল

আইসিসি’র এফটিপিতে আছে বেশ ক’টি বৈশ্বিক আসর। ওই আসর আয়োজনে আগ্রহী বোর্ডগুলো থেকে প্রস্তাবনা নিয়েছে আইসিসি। প্রস্তাবনা পাঠানোর আগে কিছু নিয়মও বেধে দেয় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

ওই নিয়ম মেনে তিনটি বৈশ্বিক আসর আয়োজনের জন্য বিড করেছে বাংলাদেশ। এর মধ্যে আট দল নিয়ে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য এককভাবে বিড করেছে বিসিবি। ভেন্যু স্বল্পতার কারণে পঞ্চাশ ওভার ও টি-২০ বিশ্বকাপের বিড করেছে যৌথভাবে।

বিষয়টি মঙ্গলবার বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন। তিনি বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য আমরা আলাদাভাবে বিড করেছি। এজন্য প্রয়োজনীয় স্টেডিয়াম ও সুযোগ-সুবিধা আমাদের আছে।’

বিশ্বকাপের জন্য যৌথভাবে বিড করার কথা জানিয়ে তিনি বলেন, ‘টি-২০ বিশ্বকাপের জন্য শ্রীলংকার সংগে যৌথভাবে বিড করেছি। কারণ একক আয়োজনের জন্য অতো স্টেডিয়াম আমাদের নেই। ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ, শ্রীলংকা ও পাকিস্তান মিলে বিড করেছি।’

পাপন জানান, আইসিসি’র বৈশ্বিক ইভেন্ট আয়োজনের বিড করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে অনুমোদন দরকার ছিলো। সেটা বিসিবি পেয়েছে, ‘বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমোদন দরকার ছিলো। আমরা সব নিশ্চয়তা পেয়েছি। প্রথম পত্রই পেয়েছি প্রধানমন্ত্রীর অফিস থেকে। উনি ”সমস্ত দায়দায়িত্ব নেবে সরকারের” এই মর্মে স্বাক্ষর করেছেন।’

বিভি/এসএম

মন্তব্য করুন: