• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বার্সা সেরা চারে থাকলেই খুশী কোম্যান!

প্রকাশিত: ১৯:১৭, ২২ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
বার্সা সেরা চারে থাকলেই খুশী কোম্যান!

ছবি: ফাইল

গুঞ্জন উঠেছে চাকরি হারাতে পারেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। গত মৌসুমে বার্সাকে বড় শিরোপা জেতাতে পারেননি তিনি। চলতি মৌসুমেও তাঁর দল ভালো শুরু পায়নি। ক্যাডিজের বিপক্ষে ম্যাচই হতে পারে কোম্যানের ভাগ্য নির্ধারক। তবে বার্সা কোচ ওই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন শেষ করার আগে তিনি একটি বিবৃতি পাঠ করেন। জানান যে, কোচ হিসেবে বার্সেলোনা তাঁর ওপর ভরসা রাখছে। তাঁর এবং কোচিং স্টাফের দায়িত্ব এখন দল গড়া। তরুণদের তৈরি করা। এই দল নিয়ে সেরাদের মধ্যে থাকতে পারাই সাফল্য হবে বলে উল্লেখ করেন তিনি।

কোম্যান বলেন, ‘দল গড়ার এই সময় ক্লাব আমার সংগে আছে। ক্লাবের পক্ষ থেকে খুব বেশি অর্থ খরচ না করে ভবিষ্যতের জন্য দল তৈরি করতে বলা হয়েছে। দলে থাকা তরুণদের জাভি, ইনিয়েস্তাদের পর্যায়ে যাওয়ার সুযোগ আছে। তার জন্য ধৈর্য্য ধরতে হবে।’

কোচ বলেন, ‘এর বাইরে, চলতি মৌসুমে লিগে উপরের দিকে থেকে শেষ করতে পারা হবে আমাদের জন্য ভালো সাফল্য। চ্যাম্পিয়নস লিগে অলৌকিক কিছু হওয়ার সম্ভাবনা কম। বায়ার্ন মিউনিখের ম্যাচ দিয়েই সেটা পরিষ্কার। কথায় এবং কাজে এই দলের সমর্থন দরকার।’

কোম্যান জানান, তাঁর দল ভক্তদের থেকে সমর্থন পাচ্ছেন। সর্বশেষ ম্যাচেও কাতালান ভক্তরা কুতিনহো-পিকেদের সমর্থন করেছেন। এবার সংবাদ মাধ্যমের সমর্থন চান তিনি। বার্সেলোনা এমন কঠিন সময়ের মধ্যে আগেও পড়েছে উল্লেখ করে কোম্যান বলেন, ‘খারাপ সময়ে আমাদের বেশি সমর্থন দরকার।’

বিভি/এসএম

মন্তব্য করুন: