• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

মনোনয়ন কিনলেন পাইলট, কিছু একটা করে দেখাতে চান

প্রকাশিত: ১৯:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৯:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
মনোনয়ন কিনলেন পাইলট, কিছু একটা করে দেখাতে চান

ছবি: ফাইল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচন হবে আগামী ৬ অক্টোবর। ওই লক্ষ্যে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মনোনয়ন বিতরণ শুরু করেছে বোর্ড। বিতরণের দুইদিনের প্রথমদিন বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট মনোনয়ন কিনেছেন।

রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর মনোনীত হয়েছেন তিনি। নির্বাচন করবেন বিসিবি পরিচালক পদে। কাউন্সিলরদের কাছে ভোট চেয়ে পাইলট সংবাদ মাধ্যমকে জানান, ক্রিকেট বোর্ডের সংগে যুক্ত হয়ে কিছু একটা করতে চান তিনি। দাঁড় করাতে চান পরিকল্পনা। রাজশাহী বিভাগের ক্রিকেট উন্নয়নে জোর দিতে চান বলেও জানান।

খালেদ মাসুদ বলেন, ‘ক্রিকেট ছাড়ার পরও আমি ক্রিকেটের সংগেই ছিলাম। বোর্ডের সংগে ক্রিকেট উন্নয়নে কাজ করার চিন্তা নিয়ে নির্বাচনে যাচ্ছি। আমাদের ক্রিকেটের উন্নয়ন হলেও সেটা খুবই ধীর। রাজশাহী অঞ্চলের ক্রিকেট অবকাঠামো খুবই নাজুক অবস্থায় আছে। কাউন্সিলর ভাইরা যদি সহায়তা করেন বোর্ডে আসবো। আমার ক্রিকেট অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটের সংগে ভাগাভাগি করতে চাই।’

বিসিবি’র এবারের নির্বাচনে কোনো প্যানেল থাকছে না। পরিচালক পদে নির্বাচন করার শর্ত পূরণ হলে যেকেউ অংশ নিতে পারবেন। পরিচালক হওয়ার পরে পারবেন বোর্ড সভাপতি হিসেবেও নির্বাচন করতে। রাজশাহী থেকে পরিচালক পদে খালেদ মাসুদের প্রতিপক্ষ হিসেবে একজন ব্যবসায়ী থাকবেন বলে শোনা যাচ্ছে।

এই বিষয়ে তিনি জানান, যারা ব্যবসায়ী, অনেক অর্থ আছে তাঁদের বিপক্ষে নির্বাচন করা অনেক সময় কঠিন হয়ে যায়। পাইলটরা অর্থের কাছে নগন্য হয়ে পড়েন। এক্ষেত্রে যে কাউন্সিলররা ভোট দেবেন তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানান তিনি। বাংলাদেশের ক্রিকেটে ব্যবসায়ীর চেয়ে ক্রিকেট অভিজ্ঞতা সম্পন্নদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে ইঙ্গিত করেন তিনি।

বিভি/এসএম

মন্তব্য করুন: