• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সাফে ১৬ বছরের আক্ষেপ মিটবে?

প্রকাশিত: ১৫:৫৪, ১৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
সাফে ১৬ বছরের আক্ষেপ মিটবে?

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন। ছবি: বিএফএফ

প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয়। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ভারতকে রুখে দেয় বাংলাদেশ। দারুণভাবে শুরু করে সাফ চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে হেরে পাঁচ দলের টুর্নামেন্টে অবশ্য ব্যাকফুটে চলে গেছে অস্কার ব্রুজোনের দল। তবে সুযোগ আছে ১৬ বছরের আক্ষেপ মিটিয়ে সাফের ফাইনালে খেলার।

স্বপ্ন পূরণ করতে জিততে হবে গ্রুপের অন্যতম ফেবারিট নেপালের বিপক্ষে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের থেকে নেপাল বেশ এগিয়ে। আসরে ভালো ফুটবলও খেলেছে তাঁরা। পয়েন্ট টেবিলে মালদ্বীপের সমান ৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

তাঁদের হারানোর কাজটা সহজ হবে না। হার বা ড্র করলে আরেকটি স্বপ্নভঙ্গের বিদায় এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নতুন কোচ অস্কার ব্রুজোন আক্রমণাত্মক ফুটবল খেলানোর চিন্তা করছেন। নেপালের বিপক্ষে ’অলআউট’ ফুটবল খেলাতে চান তিনি। শ্রীলংকার পর ভারতের বিপক্ষে ওভাবেই খেলিয়েছেন তিনি।

বাঁচা-মরার লড়াইয়ের আগে অস্কার ব্রুজোন ডাচ-স্প্যানিশ ছকের মিশেলে দলকে অনুশীলনও করিয়েছেন। প্রথমে ৪-৪-২ ফরমেশনে দল সাজিয়ে অনুশীলন করিয়েছেন। এরপর আরও আক্রমণাত্মক ছক ৩-৪-৩ ছকে সাদ-রাকিব-জামালদের অনুশীলন করিয়েছেন। ম্যাচের আগের দিন বলেছেন, ‘বাংলাদেশ দলের সকলেই গোল স্কোরার।’

বাংলাদেশের সম্ভাব্য শুরুর একাদশ: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ (ডিফেন্ডার), তপু বর্মণ (ডিফেন্ডার), তারিক কাজী (ডিফেন্ডার), ইয়াসিন আরাফাত (ডিফেন্ডার), বিপুল আহমেদ (মিডফিল্ডার), জামাল ভূঁইয়া (মিডফিল্ডার), মোহাম্মদ ইব্রাহিম (মিডফিল্ডার), সাদউদ্দিন (ফরোয়ার্ড), রাকিব হোসেন (ফরোয়ার্ড) মতিন মিয়া (স্ট্রাইকার)।

বিভি/এসএম

মন্তব্য করুন: