• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ফিরে গেলেন আফিফও, লড়ছেন সৌম্য

প্রকাশিত: ১৫:০৭, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
ফিরে গেলেন আফিফও, লড়ছেন সৌম্য

ছবি: টুইটার

বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের দেওয়া বড় রান তাড়া করতে নেমে ধুঁকছে বাংলাদেশ। আইরিশ ব্যাটসম্যান গ্যারেথ ডিলানির ব্যাটে ১৭৭ করা আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ফিরেছেন আফিফ হোসেনও।

বাংলাদেশ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭০ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা সৌম্য সরকার ৩২ রান করে খেলছেন। তাঁর সংগী নুরুল হাসান। আফিফ হোসেন ১৬ বলে ১৭ রান করে ফিরেছেন।

এর আগে বড় লক্ষ্য তাড়ায় বাঁ-হাতি ওপেনার নাঈম শেখ প্রথম ওভারেই  ৪ বলে ৩ রান করে ফিরে যান। লিটন দাস পরের ওভারে আউট হন ৩ বলে ১ রান করে। ফর্মে ফিরতে লড়াই করা মুশফিকুর রহিম ব্যর্থ হন এই ম্যাচেও। তিনি ৪ বলে ৪ রান করেন।

এর আগে ব্যাট হাতে আয়ারল্যান্ডের হয়ে গ্যারেথ ডিলানি ৫০ বলে আট ছক্কা ও তিন চারে ৮৮ রানের হার না মানা ইনিংস খেলেন। এছাড়া পল র্স্টালিং ২২, বালব্রেনি ২৫ ও টেক্টর ২৩ রান করেন। তাসকিন আহমেদ ২৬ রানে ২ উইকেট নেন। তবে মুস্তাফিজ-শরিফুল-নাসুম আহমেদরা খরুচে ছিলেন।

বিভি/এসএম

মন্তব্য করুন: