• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

দেখে নিন বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের স্কোরকার্ড

প্রকাশিত: ১৬:৪৯, ১৪ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:৫৪, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
দেখে নিন বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের স্কোরকার্ড

ছবি: টুইটার

ওমানে আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই লড়াইয়ের আগে ওমানে একটি আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলেছে টিম টাইগার্স। এরপর সংযুক্ত আরব আমিরাতে আইসিসি নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।  

আরও পড়ুন:
বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো আয়ারল্যান্ড
ফিরে গেলেন আফিফও, লড়ছেন সৌম্য

দেখে নিন বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের স্কোরকার্ড

প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দেড়শো ছোঁয়া রান করে স্লগ ওভারে বাজে বোলিং করে হেরেছে বাংলাদেশ। ওই হার ছিলো দলের জন্য ’সতর্ক সংকেত’। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় রানের চাপায় পড়ে ৩৩ রানে হেরেছে বাংলাদেশ। মূল পর্বের আগে যা হার ’অশনি সংকেত’।

বল হাতে বিশ্বকাপ বাছাইপর্বে ’এ’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের বিপক্ষে সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। মুস্তাফিজ-শরিফুল-নাসুম পরীক্ষা নিতে পারেননি আইরিশ ব্যাটসম্যানদের। খরুচে বোলিং করেছেন তাঁরা।

ব্যাট হাতে লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম কিংবা শামীম পাটোয়ারি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। সৌম্য সরকার, নুরুল হাসান রান পেলেও দলের সম্মান বাঁচাতে পারেননি। বাংলাদেশকে ৮৮ রানের ইনিংস খেলে উড়িয়ে দিয়েছেন ২৪ বছরের গ্যারেথ ডিলানি।

বিভি/এসএম

মন্তব্য করুন: