• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

নেইমার-রাপিনহার জাদুতে উড়ে গেল উরুগুয়ে

প্রকাশিত: ১১:৪৩, ১৫ অক্টোবর ২০২১

আপডেট: ১১:৪৪, ১৫ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
নেইমার-রাপিনহার জাদুতে উড়ে গেল উরুগুয়ে

ছবি: টুইটার

কলম্বিয়ার মাঠে গোল শূন্য সমতার পর ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে ব্রাজিল। শুক্রবার সকালে (১৫ অক্টোবর) এরিনা ডি অ্যামাজনিয়ায় লুইস সুয়ারেজ-এডিনসন কাভানিদের উড়িয়ে দিয়েছে ৪-১ ব্যবধানে। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত করেছে।

ম্যাচের ১০ মিনিটেই নেইমার জুনিয়র-এর গোলে লিড নেয় ব্রাজিল। বক্সের ঠিক বাইরে থেকে ম্যানইউ মিডফিল্ডার ফ্রেড-এর চিপ করে ঢোকানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে জালে জড়িয়ে দেন পিএসজি ফরোয়ার্ড। আট মিনিট পরে গোল ব্যবধানে দ্বিগুন করেন লিডস ইউনাইটেডের রাইট উইঙ্গার রাপিনহা।

নেইমার-এর বাড়ানো বল ফাঁকায় পেয়ে যান ২৪ বছর বয়সী এই উঠতি তারকা। এরপর দ্বিতীয়ার্ধে দলের লিড ৩-০ করেন রাপিনহা। সেলেকাওদের জার্সিতে তৃতীয় ম্যাচে এসে জোড়া গোলের দেখা পান তিনি। তাঁর দ্বিতীয় গোলের কারিগরও ব্রাজিলের নাম্বার টেন। দারুণ এক কাউন্টার অ্যাটাকে জোরালো শটে বল জালে জড়ান বাঁ-পায়ের জাদুকর।

ব্রাজিলের রক্ষণে খুব বেশি পরীক্ষা নিতে না পারা উরুগুয়ে ম্যাচের ৭৭ মিনিটে গোল ব্যবধান কমায়। লুইস সুয়ারেজ দারুণ এক ফ্রি কিক থেকে জালে বল জড়িয়ে দেন। গোল হওয়ার মতো ছয়টি সুযোগ মিস করেছেন ব্রাজিলের দুই স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল বারবোসা। শেষ পর্যন্ত গাবিবোল খ্যাত বারবোসা ৮৩ মিনিটে নেইমার-এর দেওয়া বলে হেডে গোল করে শাপমোচন করেন।

বিভি/এসএম

মন্তব্য করুন: