• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

শচীনের পর আসাদুজ্জামানের ঘূর্ণিতে মুগ্ধ ব্রেট লি-রশিদ

প্রকাশিত: ১৫:২১, ১৫ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:০৩, ১৫ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
শচীনের পর আসাদুজ্জামানের ঘূর্ণিতে মুগ্ধ ব্রেট লি-রশিদ

ছবি: ফাইল

বয়স মাত্র ছয় বছর। এতেই লেগ স্পিনের অনেক কৌশল-দক্ষতা রপ্ত করে ফেরেছে বরিশালের খুদে ক্রিকেটার আসাদুজ্জামান। প্রথাগত লেগ ব্রেক করতে পারে। গুগলিও রপ্ত করে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে তার লেগ স্পিনের একটি ভিডিও।

ওই ভিডিও পৌঁছে গেছে শচীন টেন্ডুলকারের কাছেও। ছয় বছরের শিশুর স্পিনে মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান। লিখেছেন, ‘ওয়াও, ভিডিওটা এক বন্ধুর থেকে পেলাম। অসাধারণ। ক্রিকেটের প্রতি তার ভালোবাসা স্পষ্ট।’

শচীন-এর ওই ভিডিওতে প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেক অজি পেসার ব্রেট লি, আফগান ঘূর্ণি তারকা রশিদ খান ও আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। ব্রেট লি লিখেছেন, ‘বাচ্চাটা খেলতে জানে।’ মুম্বাই ইন্ডিয়ান্স লিখেছে, ‘ওর ঘূর্ণি দেখে তো মাথা ঘোরাচ্ছে।’

আসাদুজ্জামান বোলিং করে অনেকটা রশিদ খান-এর মতো করে। বাংলাদেশের খুদে ভক্তের বোলিং দেখে উচ্ছ্বসিত আফগান লেগিও। তিনি ইমোজি ও ক্যাপশনের সমন্বয়ে লিখেছেন, ’আগুনে দক্ষতা।’

আসাদুজ্জাদান-এর বাড়ি বরিশাল। স্থানীয় উলালঘূণী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও গলির রাস্তায় তার বোলিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে। শচীন বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তাঁর ভিডিও শেয়ার দিলেও আসাদুজ্জামান ভাইরাল হয়েছে আরও আগে।

বিভি/এসএম

মন্তব্য করুন: