• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

নতুন রান-আপে সাকিবের বলে যে পরিবর্তন এসেছে

প্রকাশিত: ১৭:২১, ১৫ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
নতুন রান-আপে সাকিবের বলে যে পরিবর্তন এসেছে

ছবি: ফাইল

ধীর গতির ছোট রান-আপে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ দুর্দান্ত লাইন-লেন্থ ও নিয়ন্ত্রিত গতি দিয়ে বোলিং করেন। অ্যাকশনের কারণে বলে আনতে পারেন ভেরিয়েছেন। টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান স্পিনে অনুসরণ করেছেন বুমরাহ’র তত্ত্ব। রান-আপ ছোট করে ফেলেছেন। বোলিংয়ে হয়েছেন ক্ষুরধার।

ঘরের মাঠে নিজজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই রান-আপ কমিয়ে বোলিং অনুশীলন শুরু করেন হাঁ-হাতি স্পিনার। কিউইদের বিপক্ষে ওই নতুনত্বে মোটামুটি সফল ছিলেন তিনি। কন্ডিশনের কারণে নতুন অস্ত্রের পূর্ণ সুবিধা ঘরে তুলতে পারেননি।

মিরপুরের উইকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের আর্ম বল বেশি কার্যকারিতা পায়নি। জোরের ওপর করা স্পিন শেরে বাংলার স্লো উইকেটে বরাবরই কম কার্যকর। তবে আইপিএলে কম দৌড়ে বোলিং করে বেশি সাফল্য পাচ্ছেন তিনি। ইনিংসের শুরুতে বলে কার্যকারিতাও বেড়েছে। আর্ম বল প্রতিপক্ষের জন্য দুর্বোধ্য হয়ে উঠছে। বাতাসে বল আগের চেয়েও ঘুরছে।

সাকিব-এর নতুন রান-আপ নিয়ে তাঁর স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকবাজকে বলেন, ‘শট রান-আপে বাতাসে তাঁর বলের মুভমেন্ট বেড়েছে। আগে কিছু ডেলিভারির সিম পজিশন ঘুরে যেতো। এখন পারফেক্ট হচ্ছে। আর্ম ডেভিলারি ভালো হচ্ছে। পায়ে শক্তি বেশি পাচ্ছে। এতে সাকিব বোলিংয়ের গতি নিয়ন্ত্রণ করতে পারছে।’

সালাউদ্দিন জানান, তাঁর শিষ্যের বোলিংয়ে লেন্থটা গুরুত্বপূর্ণ। নতুন রান-আপে লেন্থের ওপর তাঁর নিয়ন্ত্রণ বেড়েছে। সাকিব বোলিং পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ড সিরিজের আগে থেকে কাজ করছে বলেও জানান দেশীয় এই কোচ। তাঁর মতে, নতুন স্টাইলে সাকিব শরীরের শক্তিটা বেশি প্রয়োগ করতে পারছে।

আইপিএলের দ্বিতীয় ধাপের শুরুতে না খেলায় নতুন অস্ত্র ঝালিয়ে নেওয়ার ‍সুযোগ পেয়েছেন টাইগার স্পিনার। আইপিএলে দেখা গেছে উইকেটের লাইনে নিঁখুত লেন্থে বল করে গেছেন তিনি। এছাড়া ফ্লাইট ডেভিলারি কমিয়ে এনেছেন আগের থেকে। কোচ সালাউদ্দিন-এর মতে, আইপিএল দিয়ে সাকিব নতুন স্টাইলের সংগে মানিয়ে নিয়েছেন।

বিভি/এসএম

মন্তব্য করুন: