• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

‘গড়ের মাঠে’ ইতিহাস গড়ার সামনে ওমান-পিএনজি

প্রকাশিত: ১৫:২২, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৫:৪৭, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
‘গড়ের মাঠে’ ইতিহাস গড়ার সামনে ওমান-পিএনজি

ওমান ক্রিকেট দল। ছবি: টুইটার

মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামের অদূরে ছোট ছোট টিলা-পাহাড়। কাছাকাছি নেই ইমারত। জনবসতিও কম। একবার মনে হবে ছিমছাম মনোরম পরিবেশ। পরেই মনে হবে বাংলাদেশের উপজেলা শহরের গড়ের মাঠ। মাস তিনেক আগেও বাউন্ডারির ধারে বেঞ্চ পাতা ছিলো। ব্যবস্থা ছিলো দুই-তিনশো দর্শক বসার। ওই স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ।

ইতিহাস গড়ার সামনে পেশাজীবী দুই দল ওমান ও পাপুয়া নিউগিনি (পিএনজি)। জয়ের প্রত্যাশা নিয়ে নামবে দু’দলই। পাপুয়া নিউগিনি প্রথমবার বিশ্ব আসরে খেলার স্বাদ নিতে যাচ্ছে। জল ও জালের সংগে সখ্য  গড়া ক’জন জেলে কাম ক্রিকেটারের ওপর দায়িত্ব থাকবে বাংলাদেশ, ওমান, স্কটল্যান্ডের মতো ’রাঘব বোয়াল’ শিকারের।

আরও পড়ুন:
সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে হ্যালন্ডের ভিডিও
শচীনের পর আসাদুজ্জামানের ঘূর্ণিতে মুগ্ধ ব্রেট লি-রশিদ
নতুন রান-আপে সাকিবের বলে যে পরিবর্তন এসেছে

চ্যাম্পিয়ন ‘বুড়োদের’ চেন্নাই, ব্যাটে-বলে ব্যর্থ সাকিব 

ওমান দলের ক্রিকেটাররাও পেশাজীবী। সপ্তাহান্তে ছুটির দিনে মাঠে নামা দলটি ক্রিকেট বোর্ডের সহায়তার চার সপ্তাহের ছুটি নিয়ে টানা অনুশীলন করেছে। শরীরে জমা অতিরিক্ত মেদ ঝরিয়েছে। ব্যাট-বলের সংগে সম্পর্ক গাড়ো করেছে। ওমান দলের ক্রিকেটারদের সংগে ব্যাট-বলের সম্পর্ক অবশ্য পুরনো। অনেকে ভারত-পাকিস্তানী বংশোদ্ভূত হওয়ায় ক্রিকেট তাঁদের রক্তে।

পাপুয়া নিউগিনি ক্রিকেট দল ও কোচিং স্টাফ। ছবি: টুইটার

এর আগেও ওমান বিশ্বকাপ খেলেছে। বিশ্বকাপের বাছাইপর্বে চমকে দেওয়ার মতো পারফরম্যান্স দেখিয়েছে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ওই অভিজ্ঞতাই তাঁদের ভরসা। আল আমেরাত স্টেডিয়ামের বেঞ্চ উঠিয়ে তিন হাজার দর্শক প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের প্রায় সকলেই গলা ফাঁটাবে ওমানের জন্য। ওটা তাঁদের বাড়তি প্রেরণা। ওই প্রেরণা নিয়ে বাংলাদেশ, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভে যাওয়ার আশা তাঁরা করতেই পারে। সেজন্য প্রথম ম্যাচটা শুরু করতে হবে  দৃঢ়তার সংগে।

ওমানের সম্ভাব্য একাদশ: জিসান মাকসুদ, খাওয়ার আলী, আকিব ইলিয়াস, আয়ান খান, য্যোতিন্দর সিং, নাসিম খুশি, মোহাম্মদ নাদিম, সন্দীপ গাউড, কালিমুল্লাহ, বিলাল খান, নেস্তার ধাম্বা।

পাপুয়া নিউগিনির সম্ভাব্য একাদশ: লেগা সাইকা, টনি উরা, আসাদ ভালা, সাইমন আতায়, সেসে বাও, হিরি হিরি, জেসন কিলা, গাউদি টোকা, দামিয়েন রাভু, নোসাইনা পোকানা, কাবুয়া মোরেয়া।

বিভি/এসএম

মন্তব্য করুন: