• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

জমলো না পেস-স্পিন তাল, মাঝারি সংগ্রহ স্কটিশদের

প্রকাশিত: ২১:৫০, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ২১:৫৯, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
জমলো না পেস-স্পিন তাল, মাঝারি সংগ্রহ স্কটিশদের

ছবি: টুইটার

বল হাতে তিন টাইগার পেসার দুর্দান্তভাবে শুরু করেন। তাসকিন-মুস্তাফিজ-এর দেওয়া চাপে দলকে তৃতীয় ওভারে সাফল্য এনে দেন সাইফউদ্দিন। এরপর জমে যাওয়া সাকিব-মাহেদি স্পিন জালে ৫৩ রানে ৬ উইকেট হারায় স্কটল্যান্ড। ওই জুটির সংগে পেসাররা ঠিক তাল মেলাতে না পারায় ৯ উইকেটে ১৪০ রানের সংগ্রহ পেয়েছে স্কটিশরা।

শুরুতে উইকেট হারালেও জর্জ মানসি ও ম্যাথু ক্রস ভালোর আভাস দেন। তাঁরা দ্বিতীয় উইকেট জুটিতে ৪০ রান যোগ করেন। এরপর ধস নামে স্কটল্যান্ড শিবিরে। আট রানে ৫ উইকেট হারায় তাঁরা। ওপেনার জর্জ মানসি ২৩ বলে দুই চার ও দুই ছক্কায় ২৯ রান করে আউট হন। তিনে নামা ম্যাথু ক্রস করেন ১১ রান। তাঁরা দু’জনই শেখ মাহেদি‘র একই ওভারে ফিরে যান।

এরপর রিচি ব্রিংটন ও মাইকেল লিস্ককে একই ওভারে তুলে নেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ১০৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। তাঁদের ঘূর্ণিতে যখন একশোর আশপাশে স্কটল্যান্ড অলআউটের শঙ্কায় তখন হাল ধরেন ক্রিস গ্রেভস। তিনি খেলেন ২৮ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪৫ রানের ইনিংস। তাঁর সংগে ৫১ রানের জুটি গড়া মার্ক ওয়াট ২২ রান করেন।

দলের হয়ে সাকিব আল হাসান ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ২ উইকেট নেন। শেখ মাহেদি ৪ ওভারে খরচ করেন ১৯ রান। তুলে নেন প্রতিপক্ষের ৩ উইকেট। বল হাতে পেসার সাইফউদ্দিন ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন। কাটার মাস্টার ফিজ ২ উইকেট পেলেও ৪ ওভারে ৩২ রান দেন। তাঁর উইকেট দুটি আসে শেষ ওভারে। তাসকিন আহমেদ সুবিধা করতে পারেননি। তিনি ৩ ওভারে ২৮ রান খরচা করেন।

বিভি/এসএম

মন্তব্য করুন: