• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বিশ্বরেকর্ড দিয়ে বিশ্বকাপ শুরু সাকিবের

প্রকাশিত: ২২:২৪, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ২২:২৬, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
বিশ্বরেকর্ড দিয়ে বিশ্বকাপ শুরু সাকিবের

ছবি: টুইটার

রেকর্ডটা পেতে একটু দেরিই হলো সাকিব আল হাসান-এর। তারপরও চওড়া হাসি হাসতে পারেন তিনি। বিশ্বরেকর্ড দিয়ে বিশ্বকাপ শুরু করার চেয়ে ভালো আর কী হতে পারে।

স্কটল্যান্ডের বিপক্ষে ওমানে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জোড়া উইকেট শিকার করেছেন বাঁ-হাতি অলরাউন্ডার। একই ওভারে দুই উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ ১০৮ উইকেটের মালিক হয়ে গেছেন তিনি।

ছাড়িয়ে গেছেন লংকান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে। আন্তর্জাতিক টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন। টি-২০ ফরম্যাটে ওই রেকর্ড লেখা হলো সাকিব-এর নামে।

সংক্ষিপ্ত সংস্করণে ৮৯ ম্যাচ খেলে ওই উইকেট নিয়েছেন তিনি। রেকর্ডটা তাঁর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেই হয়ে যেতো। কিন্তু শেষ দুই ম্যাচে কিপটে বোলিং করলেও উইকেট পাননি। রেকর্ড ভেঙে অবশ্য স্বস্তিতে থাকবেন না সাকিব। কারণ তাঁর পেছনে ছুটছেন টিম সাউদি (৯৯ উইকেট) ও রশিদ খান (৯৫ উইকেট)।

বিভি/এসএম

মন্তব্য করুন: