• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মাহমুদুল্লাহর মতে, ১৪১ সহজ লক্ষ্য

প্রকাশিত: ০০:২৪, ১৮ অক্টোবর ২০২১

আপডেট: ০০:২৯, ১৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
মাহমুদুল্লাহর মতে, ১৪১ সহজ লক্ষ্য

ছবি: টুইটার

ম্যাচের আগের দিন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ বলেছেন, উইকেট রান প্রসবা। টস জিতেও একই মন্তব্য করেন টাইগার ক্যাপ্টেন। ম্যাচ শেষেও নিজের দেখা উইকেট বিশ্লেষণে অটল থাকলেন মিডল অর্ডার ব্যাটসম্যান ও দলের নেতা। তিনি মনে করেন, আল-আমেরাতের উইকেট ১৪১ রান তাড়া করার জন্য সহজ ছিলো।

স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হারের পর অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, ‘আমি মনে করি উইকেট ব্যাট করার জন্য যথেষ্ট ভালো এবং ১৪১ তাড়া করার মতো রান। বোলাররা তাঁদের কাজটা ঠিকঠাকই করেছে। কিন্তু আমাদের ব্যাটিং ভালো হয়নি। মিডল অর্ডারে একটা বড় রানের ওভার মিস করেছি। তাঁদের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। তাঁরা ভালোভাবে ইনিংস শেষে করেছে।’

বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার অনুমিত ছিলো। মিডল-লোয়ার অর্ডার নিয়ে প্রশ্ন ছিলো না। কাটা-ছেঁড়া বলতে ওপেনিংয়ে। সেখানে নাঈম শেখ-এর জায়গায় সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। বড় শট খেলতে গিয়ে সীমানায় ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। একইভাবে আউট হয়েছেন মাহমুদুল্লাহ-আফিফ-সাকিবও।

হতাশার হারে আসর শুরু করে সুপার টুয়েলভের পথ কঠিন করে ফেলা অধিনায়ক মাহমুদুল্লাহ সামনের ম্যাচে ভালো খেলার আপ্তবাক্য জপে গেলেন, ‘১৪০ রান তাড়া করতে না পারলে পেছনে ফিরে তাকাতেই হবে। ভুল খুঁজে বের করতেই হবে। ইতিবাচক থেকে ওই ভুল সংশোধন করতে হবে। এখানকার মাঠ সুন্দর। দর্শকও সাড়া ফেলেছে। উইকেটও ব্যাট করার জন্য ভালো ছিলো।’

বিভি/এসএম

মন্তব্য করুন: