• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

অর্ধেক বলই ডট দিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ১৮:২২, ২৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৮:৪৯, ২৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
অর্ধেক বলই ডট দিয়েছে বাংলাদেশ

ছবি: টুইটার

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে বড় রান করার আশায় শুরুতে ব্যাটিং নেওয়ার কথা জানান বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। কিন্তু ব্যাটসম্যানদের লাইন ধরে সাজঘরে ফেরার তাড়ায় ওই লক্ষ্য পূরণ হয়নি। বাংলাদেশ ৯ উইকেটে ১২৪ রান তুলে আটকে গেছে।

ব্যাট হাতে শুরুতে উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। মিডল, লোয়ার মিডল অর্ডারে জুটি গড়ে রান বড় করতে পারেনি রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। এছাড়া রান বড় করতে না পারার অন্যতম কারণ ডট বল।

টি-২০ ফরম্যাটে একটা রান, একটা ডট বলও অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অথচ বাংলাদেশ ১২০ বলের মধ্যে ৫২ বল থেকেই কোনো রান নিতে পারেনি। অর্থাৎ ইনিংসে ৫২টি ডট বল দিয়েছেন মুশফিক-মাহমুদুল্লাহরা।

এর মধ্যে মঈন আলী ১৮ বল করে নয়টি ডট দিয়েছেন। ক্রিস ওসক তাঁর ২৪ বলের মধ্যে ডট দিয়েছেন ১২টি। আদিল রশিদ ও ক্রিস জর্ডান যথাক্রমে আটটি ও চারটি ডট দিয়েছেন। তিন উইকেট তুলে নেওয়া টাইমল মিলস নয়টি ও তিন ওভারে দুই উইকেট নেওয়া লিয়াম লিভিংস্টোন আটটি ডট দিয়েছেন।

বিভি/এসএম

মন্তব্য করুন: