• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

মাহমুদুল্লাহ’র মতে, ব্যাটিংটা ফিরে দেখা দরকার

প্রকাশিত: ১৯:৫৭, ২৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
মাহমুদুল্লাহ’র মতে, ব্যাটিংটা ফিরে দেখা দরকার

ছবি: টুইটার

হতাশা জমা হয়ে একটা পাহাড় ভর করার কথা বাংলাদেশের টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ‘র মাথায়। প্রতি ম্যাচেই তিনি হতাশ হচ্ছেন। পুরনো সমস্যার কথা নতুন মোড়কে বলে যাচ্ছেন। ওমানের বিপক্ষে বাছাইপর্বে জয় পাওয়া ম্যাচেও আশার কথা শোনাতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ৩৫ বল থাকতে ৮ উইকেটে হারের পর শোনাতে পারলেন না নতুন কিছু।

শুধু বলে গেলেন, যেভাবে তাঁরা টি-২০ খেলছেন, যেভাবে ব্যাটিং করছেন সেটা নিয়ে আরেকটু ভাবনা চিন্তা করা দরকার, ‘যেভাবে ব্যাটিং করেছি, আমরা খুবই হতাশ। ভালো শুরু করতে পারিনি। কোনো জুটিও গড়তে পারিনি। ভালো শুরু পেলে হয়তো ওটাকে পুঁজি করে ভালো সংগ্রহ দাঁড় করাতে পারতাম।’

মাহমুদুল্লাহ জানান, আবুধাবির উইকেটে ব্যাট হাতে ভালো শুরু করা গুরুত্বপূর্ণ। কারণ শুরু ভালো না পেলে পরে দ্রুত রান তোলা কঠিন হয়ে যায়, ‘ভালো শুরুর সমস্যায় আছি আমরা। পাওয়ার হিটারের চেয়ে, আমরা বেশি স্কিল হিটার। ওভাবে খেলেই আমরা বড় রান করার ব্যাপারে আশাবাদী। ব্যাটিংটা আমাদের পুনঃমূল্যায়ন করতে হবে।’

বিভি/এসএম

মন্তব্য করুন: