• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

তারকা থাকলেই হয় না, পিএসজিকে বুঝিয়ে দিলো ম্যানসিটি

প্রকাশিত: ১৪:১৯, ২৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
তারকা থাকলেই হয় না, পিএসজিকে বুঝিয়ে দিলো ম্যানসিটি

ছবি: টুইটার

চ্যাম্পিয়নস লিগে ২০২০ সালে ফাইনাল খেলে হেরেছে পিএসজি। পরের বছর ম্যানচেস্টার সিটি’র বিপক্ষে দুই লেগে হেরেছে সেমিফাইনালে। ওই হারের প্রতিশোধ গ্রুপ পর্বে নেওয়ার সুযোগ ছিলো পিএসজি’র সামনে।

প্রথম লেগে ঘরের মাঠে পিএসজি সেটা নিয়েও ছিলো। কিন্তু ম্যানচেস্টার সিটি’র মাঠে গিয়ে ২-১ গোলে হারলো প্যারিসের দলটি। মেসি-নেইমার  ও এমবাপ্পে এক সংগে নেমেও সুবিধা করতে পারেননি পেপ গার্দিওয়ালা‘র দলের বিপক্ষে। 

ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। দ্বিতীয়ার্ধে গোল পায় তিন দলই। তবে প্রথম গোল পেয়েও পরাজিত দলে মাউরিসিও পচেত্তিনো’র পিএসজি। ৫০ মিনিটে গোল করে দলকে প্রথম লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। ওই লিড ধরে রাখতে পারেনি পিএসজি।

ম্যাচের ৬৩ মিনিটে রাহিম র্স্টালিং গোল করে দলকে সমতায় ফেরান। বদলি নেমে গোল করে দলকে জয় এনে দেন গ্যাব্রিয়েল জেসুস। তাঁর ৭৬ মিনিটের গোলে ঘরের মাঠে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। তাঁদের দিয়ে গোল করিয়েছেন বেনার্ড সিলভা। ম্যানসিটি ও পিএসজি দু’দলেরই শেষ ষোলো নিশ্চিত হয়েছে।

বিভি/এসএম

মন্তব্য করুন: