• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে মামলার আবেদন

প্রকাশিত: ১৫:১৩, ২৫ নভেম্বর ২০২১

আপডেট: ১৫:২০, ২৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে মামলার আবেদন

ছবি: ফাইল

মিরপুরে শেরে বাংলা স্টেডিয়াম ও শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে পতাকা উড়িয়ে অনুশীলন করায় পাকিস্তান ক্রিকেট দলের কোচ ও অধিনায়কসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মুক্তিযুদ্ধ মঞ্চের এক অংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন এই মামরার আবেদন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের আদালতে পাকিস্তান দলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে মামলার আবেদন করা হয়েছে। বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে আদেশ দেওয়ার কথা বলেছেন আদালত।

মামলায় আসামি করার আবেদন করা হয়েছে- সাকলায়েন মুসতাক, বাবর আজম, শাদাব খান, ফখর জামান, আসিফ আলী, হায়দার আলী, হ্যারিস রউফ, হাসান আলী, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন আফ্রিদি, শোয়েব মালিক, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির ও শহীদ আসলাম ও মনসুর রানার বিরুদ্ধে।

বিভি/এসএম

মন্তব্য করুন: