• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এবার দেশের নাম ভুল করলো বিসিবি

প্রকাশিত: ১২:৩৫, ২৬ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
এবার দেশের নাম ভুল করলো বিসিবি

ছবি: বিসিবি

পাকিস্তান সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটার পর একটা ভুল হাসির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথমে সাকিব আল হাসান-এর ছবি কেটে শহিদুল ইসলাম-এর মাথা লাগানো হয়। সেই ছবি দেওয়া হয় বিসিবি’র অফিসিয়াল ফেসবুক পেজে।

এরপর চট্টগ্রাম টেস্টের আগে হয় টিকিট বিভ্রাট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায়। অথচ টিকিটে লেখা হয়েছে ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ১০ টায়! 

বাংলাদেশের খেলোয়াড় তালিকা। ছবি: বিসিবি

ম্যাচের দিন দেখা গেলো আরও এক ভুল। টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এরপর বিসিবি’র পক্ষ থেকে দেওয়া হয় অফিসিয়াল বাংলাদেশ একাদশ। ওই দলের লিস্টে ভুল করা হয়েছে ইংরেজিতে লেখা বাংলাদেশ দলের নাম।

বিসিবি’র ভুল। ছবি: সংগৃহিত

বাম পাশে বিসিবি’র লোগের নিচে প্লেয়ার্স লিস্টের পর অ্যালেশা হোল্ডিং বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজ লেখা আছে। ওইখানে ভুল করা হয়েছে বাংলাদেশের নাম। ইংরেজিতে ’এন’ শব্দের স্থলে দেওয়া হয়েছে ’এম’। চট্টগ্রাম টেস্টে ব্যাট করতে নেমে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। প্রথম সেশনে হারিয়েছে শুরুর চার ব্যাটসম্যানকে।

বিভি/এসএম

মন্তব্য করুন: