• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চতুর্থ দিনেই টেস্ট পাকিস্তানের কব্জায়

প্রকাশিত: ১৪:৫০, ২৯ নভেম্বর ২০২১

আপডেট: ১৬:৩৪, ২৯ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
চতুর্থ দিনেই টেস্ট পাকিস্তানের কব্জায়

ছবি: টুইটার

চট্টগ্রাম টেস্টে লিটন দাস দারুণ ব্যাটিং করেছেন। দুর্দান্ত বোলিং করে তাইজুল ইসলাম প্রথম ইনিংসে লিড এনে দিয়েছেন। তারপরও ব্যাটিং ব্যর্থতার কারণে ২০১ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে দৃঢ় শুরু করেছে পাকিস্তান। ৩২ ওভারে কোন উইকেট না হারিয়ে ১০৮ রান তুলেছে দলটি। ওপেনার আবিদ আলী ৫৫ ও আব্দুল্লাহ শফিক ৫৩ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ৯৪ রান দরকার সফরকারীদের।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৩০ রান তোলে। লিটন দাস ১১৪ রানের ইনিংস খেলেন। মুশফিক করেন ৯১ রান। জবাবে প্রথম ইনিংসে ২৮৬ রান করে পাকিস্তান। আবিদ আলী ১৩৩ ও আব্দুল্লাহ শফিক ৫২ রান করেন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৫৭ রান করে অলআউট হয়েছে। লিটন দাস ৫৯ ও রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ইয়াসির রাব্বি ৩৬ রানের ইনিংস খেলেন। প্রথম ইনিংসে পাকিস্তানের হাসান আলী নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে শাহিন আফ্রিদি ৫ উইকেট দখল করেছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের তাইজুল তুলে নেন ৭ উইকেট।

বিভি/এসএম

মন্তব্য করুন: