• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

হেড কোচের দায়িত্বে ডমিঙ্গোই থাকছেন

প্রকাশিত: ১৪:৪৬, ১৩ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
হেড কোচের দায়িত্বে ডমিঙ্গোই থাকছেন

ছবি: ফাইল

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন দায়িত্ব ছাড়ছেন। তিনি চুক্তি নবায়ন করছেন না। তাঁর জায়গায় আফগানিস্তান সিরিজের আগেই নতুন কোচ নিতে চায় বোর্ড। ওদিকে ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স যোগ দেবেন চলতি মাসেই।

আফগান সিরিজ দিয়ে নতুন কোচিং প্যানেলের যাত্রা শুরুর সম্ভাবনা ছিলো। তবে হেড কোচ রাসেল ডমিঙ্গো’র সংগে এখনই চুক্তি বাতিল করছে না বোর্ড। বিসিবি’র ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তিনি বলেন, ‘রাসেল ডমিঙ্গো’র সংগে আমাদের চুক্তি আছে। তিনি সামনেও আমাদের সংগে থাকবেন। এই মুহূর্তে আমাদের হাতে ভালো কোনো কোচ নেই। তাঁর চেয়ে ভালো বা তাঁর মানের কোচ তো আমাদের আনতে হবে।’

জালাল ইউনূস জানান, সামনের বোর্ড মিটিংয়ে বিসিবি’র নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা হতে পারে। বোলিং কোচ নিয়োগের বিষয়ে তাঁদের মাথায় বেশ ক’টা নাম আছে। সেগুলো নিয়ে আলাপ হবে। আগামী বিশ্বকাপ মাথায় রেখে নতুন কিছু পরিকল্পনা নিয়ে নামতে চান তাঁরা।

সাবেক ক্রিকেটার, আবাহনী‘র কর্মকর্তা ও বিসিবি’র এই পরিচালক বলেন, ‘পেস বোলিং কোচ ওটিস গিবসন চলে গেলেন। ব্যাটিং কোচ জেমি সিডন্স আসছেন। এখন আমাদের ঢালাওভাবে সাজাতে হবে। সব সংবাদ মাধ্যমকে বলা যায় না। আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা থাকে। একটু অপেক্ষা করেন, জানতে পারবেন।’

বিভি/এসএম

মন্তব্য করুন: