• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

বর্ষসেরা ওয়ানডে ইনিংসের তালিকায় মুশি’র ১২৫

প্রকাশিত: ১৪:২২, ২৩ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
বর্ষসেরা ওয়ানডে ইনিংসের তালিকায় মুশি’র ১২৫

ছবি: ফাইল

ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো গত বছরের সেরা দশটি ব্যক্তিগত ইনিংসকে বেছে নিয়েছে। ওই দশ ব্যাটারের ইনিংসকে  মনোনীত করেছে বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্স হিসেবে। মনোনয়ন পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।

টম ল্যাথাম ১১০ বনাম বাংলাদেশ

গত বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড গিয়েছিলো বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের পথ ছিলো টাইগাররা। কিন্তু ক্রাইস্টচার্চে ১১০ রানের ইনিংস খেলে বাংলাদেশকে হারায় কিউইরা। নিউজিল্যান্ড ২৭২ তাড়া করতে নেমে ৫৩ রানে হারিয়েছিলো ৩ উইকেট।

টম ল্যাথাম। ছবি: ফাইল

বেন স্টোকস ৯৯ বনাম ভারত

ইংল্যান্ড পুনেতে ৩৩৬ রান তাড়া করে জয় তুলে নেয়। রান তাড়া করতে নেমে স্টোকস খেলেন ৫২ বলে ৯৯ রানের ইনিংস। ওপেনার জনি বেয়ারস্টো ১২৪ রান করলেও স্টোকসকেই বেছে নেওয়া হয়েছে সেরা হিসেবে।

স্যাম কারেন ৯৫ বনাম ভারত

পরের ম্যাচেই পুনেতে ৩৩০ তাড়া করতে নেমে ৭ রানে হারে ইংল্যান্ড। স্টোকস, মালান, লিভিংস্টোনরা সেট হয়ে ফিরলেও এক প্রান্তে দাঁড়িয়ে স্যাম কারেন ৯৫ রানের ইনিংস খেলেন। দলকে না জিতলেও তাঁর ইনিংস জিতেছে!

বাবর আজম ১০৩ বনাম দক্ষিণ আফ্রিকা

সেঞ্চুরিয়ানে ২৭৪ রান তাড়া করতে নেমে ১০৩ রানের ইনিংস খেলেন বাবর আজম। দল পায় ৩ উইকেটের নাটকীয় জয়। তাঁর ইনিংস বর্ষসেরার তালিকায় জায়গা করে নিয়েছে।

ফখর জামান ১৯৩ বনাম দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গে ১৯৩ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। ৩৪২ তাড়া করতে নেমে শেষ ব্যাটার হিসেবে শেষ ওভারে আউট হন ফখর জামান। ওই ইনিংস বাদ রেখে বর্ষসেরার তালিকা বেমানান।

১৯৩ রানের ইনিংস খেলার পথে ফখর জামান। ছবি: ফাইল

মুশফিকুর ১২৫ বনাম শ্রীলংকা

ঢাকায় ১৫ রানে ২ ও ৪৯ রানে ৩ উইকেট হারানোর পর মুশফিক খেলেন ১২৫ রানের দুর্দান্ত ইনিংস। ভালো সংগী পাননি তিনি। তাঁর ওই ইনিংসে লংকানদের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ।

আন্দ্রে বালব্রেইনি ১০২ বনাম দক্ষিণ আফ্রিকা

ডাবলিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে জিতেছিলো আয়ারল্যান্ড। ১০২ রানের ইনিংস খেলেন আন্দ্রে বালব্রেইনি। তাঁকে উপেক্ষা করার সুযোগ কই!

জেমন ভিন্সি ১০২ বনাম পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে ৩৩২ রান তাড়া করতে নেমে এক প্রান্তে দাঁড়িয়ে জেমস ভিন্সির ম্যাচ জয়ী ১০২ রান কৃতিত্ব পাওয়ারই যোগ্য।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বালব্রেইনি ১০২ রানের ইনিংস খেলে দলকে জেতান। ছবি: ফাইল

দিপক চাহার ৬৯ বনাম শ্রীলংকা

স্বীকৃত অলরাউন্ডার না হলেও পেসার দিপক সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলে ম্যাচ জেতান। চাহার-এর ইনিংস সেজন্য বর্ষসেরা মনোনয়ন পেয়েছে।

জানেম্যান মালান ১২১ বনাম শ্রীলংকা

উপমহাদেশে এসে এশিয়ার বাইরের কোন ব্যাটার যদি একাই দলের প্রায় অর্ধেক রান করে ফেলেন তাঁকে বাড়তি সমাদর করতেই হবে। কলম্বোয় খেলা ম্যালানের ১২১ রানকে সেজন্য সেরার তালিকায় রেখেছে ক্রিকইনফো।

বিভি/এসএম

মন্তব্য করুন: