• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

গেইলের ঘূর্ণিঝড় ‘নিম্নচাপে’ পরিণত!

প্রকাশিত: ১৪:১৮, ২৪ জানুয়ারি ২০২২

আপডেট: ১৫:০২, ২৪ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
গেইলের ঘূর্ণিঝড় ‘নিম্নচাপে’ পরিণত!

ছবি: টুইটার

জাতীয় দলে জায়গা হারিয়েছেন ক্রিস গেইল। দেশের চেয়ে ‘আপন ভাবা‘ আইপিএল নিলামে জায়গা পাননি। তাঁর ক্যারিয়ারের সূর্য অস্ত যাওয়ার পথে। শেষ বেলায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে ব্যাটিং অর্ডারও হারিয়েছেন ‘দ্য ইউনিভার্স বস’।

মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ফরচুন বরিশাল গেইলকে দলে নিলেও ব্যাটে নামায় পাঁচে। নতুন ওই অর্ডারে রান পেয়েছেন তিনি। তবে দেখাতে পারেনি টর্নেডো টাইপের ইনিংস। বরং গেইল ঝড় নিম্নচাপে পরিণত হয়েছে। তাঁর ৩০ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৬ রানের ইনিংস সেটাই বলে।

তাঁর ওই ইনিংসেই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানের সংগ্রহ পেয়েছে ফরচুন বরিশাল। ওপেনার সৈকত আলী ১৫ রান করে ফিরে যান। নাজমুল শান্ত (৫) ব্যর্থ হন এই ম্যাচেও। তিনে নামা সাকিব ১৯ বলে ২৩ করলেও শূন্য রানে ফিরে যান তৌহিদ হৃদয়।

গেইল ফিরে যাওয়ার পর দলের রান বাড়িয়ে নেওয়ার কাজটা করেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান ডোয়াইন ব্রাভো। তিনি খেলেন ২৬ বলে তিন চার ও এক ছক্কায় ৩৩ রানের ইনিংস। ঢাকার আন্দ্রে রাসেল ও ইসুরু উদানা দুটি করে উইকেট নেন। এক উইকেট পেলেও রুবেল ৩ ওভারে দেন মাত্র ৮ রান।

বিভি/এসএম

মন্তব্য করুন: