• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

টি-২০’র চারশ’ উইকেটের ক্লাবে সাকিব

প্রকাশিত: ১৭:২৮, ২৪ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
টি-২০’র চারশ’ উইকেটের ক্লাবে সাকিব

ছবি: ফাইল

পঞ্চম বোলার হিসেবে স্বীকৃতি টি-২০ ক্রিকেটে চারশ’ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। বিপিএলের অষ্টম আসরে মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহকে ফিরিয়ে এই কীর্তি গড়েন তিনি।

একমাত্র বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে পাঁচশ’ কীর্তি গড়েছেন ডোয়াইন ব্রাভো (৫৫৫)। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির আছেন দুইয়ে। তিনি পেয়েছেন ৪৩৫ উইকেট।

তিনে থাকা সুনীল নারিন ৪২৫ ও চারে থাকা আফগানিস্তানের তরুণ লেগ স্পিনার রশিদ খান নিয়েছেন ৪২০ উইকেট। টি-২০‘র ফেরিওয়ালা খ্যাত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও এবার চারশ’র ঘরে ঢুকলেন।

সাকিব জাতীয় দলের জার্সিতে নিয়েছেন ১১৭ উইকেট। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। আইপিএলে ৬৩ উইকেট নিয়েছেন বাঁ-হাতি এই স্পিনার। বিপিএলে তিনি নিয়েছেন সর্বোচ্চ ১০৮ উইকেট। তাঁর বাকি ১২২ উইকেট এসেছে সিপিএল, পিএসএল, বিগ ব্যাশ ও ডিপিএল, বঙ্গবন্ধু টি-২০ কাপ থেকে।

বিভি/এসএম

মন্তব্য করুন: