• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেস্ট ক্রিকেটে ব্যর্থতার দায় নেবে না বিসিবি, সমাধানে ওয়ার্কিং গ্রুপ গঠন

প্রকাশিত: ০৯:২২, ৩০ জুন ২০২২

আপডেট: ০৯:২২, ৩০ জুন ২০২২

ফন্ট সাইজ
টেস্ট ক্রিকেটে ব্যর্থতার দায় নেবে না বিসিবি, সমাধানে ওয়ার্কিং গ্রুপ গঠন

টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতার সমাধান খুঁজছে বিসিবি। সেজন্য গঠন করা হয়েছে ওয়ার্কিং গ্রুপ। ব্যর্থতার কোনো দায় নিতে চায়না বোর্ড। বুধবার (২৯ জুন) বিসিবির নির্বাহী কমিটির সভা শেষে জানান, সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টে ক্রমাগত ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ। লজ্জায় ডুবছে দেশের ক্রিকেটের মান। সমালোচনায় বিদ্ধ ক্রিকেটার থেকে বোর্ড কর্তারা। তবে ব্যর্থতার কোন দায় নিতে চান না বোর্ড সভাপতি।  

আন্তর্জাতিক ব্যস্ত সুচির কারণে টেস্টের জন্য মানসম্মত ক্রিকেটার তৈরির সুযোগ মিলছে না, এই অজুহাত বোর্ড সভাপতির। আকরাম খান, খালেদ মাহমুদ সুজনদের দায়িত্ব দেয়া হয়েছে টেস্টের দুর্বলতা চিহ্নিত করার। 

এদিকে ওয়েষ্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে খেলবে না সাকিব, এটা জানেন না বিসিবি সভাপতি। তবে শুনেছেন কথাটা।

ঘরোয়া ক্রিকেটে ক্লাবগুলো ঢাকার বাইরে খেলতে চায় না। তাই সিসিডিএমের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মধ্যে কয়েকটি মাঠে কেনার উদ্যোগ নিচ্ছে বিসিবি।

এছড়াও বিসিবির সভায় আলোচনা হয় আগামী ১৯ জুলাই বার্ষিক সাধারণ সভার বাজেট, গঠনতন্ত্রে পরিবর্তন, পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজের অগ্রগতি নিয়ে।

বিভি/রিসি

মন্তব্য করুন: