• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

৩৫ বছর পর ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বুমরাহ

প্রকাশিত: ২০:৪৮, ৩০ জুন ২০২২

ফন্ট সাইজ
৩৫ বছর পর ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বুমরাহ

৩৫ বছর পর কোনো পেস বোলার হলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। সেটা কিংবদন্তী কপিল দেবের পরে। করোনা আক্রান্ত হয়ে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা আইসোলেশনে থাকায় ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন এজবাস্টন টেস্টে ভারতের নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ। বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের পর এই প্রথম কোনো পেসারের হাতে উঠলো আর্ম ব্যান্ড।

বৃহস্পতিবার (৩০ জুন) এক বুমরাহকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই বলেছে, নতুন সূচিতে ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া পঞ্চম টেস্ট থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ছিটকে গেছেন। বৃহস্পতিবার সকালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে রোহিতের করোনাভাইরাস পজিটিভ ফল এসেছে।

এর আগে গত ২৫ জুন করোনা পরীক্ষায় পজিটিভ হন রোহিত। পরপর দু দফাও বদল আসেনি রেজাল্টে। সেকারণে আইসোলেশনে থাকা রোহিতের লেস্টার থেকে বার্মিংহামেও যাওয়া হয়নি। তবে রোহিতের জায়গায় কে খেলবেন সেটা এখনো ঠিক করতে পারেনি ম্যানেজম্যান্ট।

এদিকে প্রথমবারের মতো ভারতকে নেতৃত্ব দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী বুমরাহ। ১৯৩২ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এই সংস্করণে দলটির ৩৬তম অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। 

আগামীকাল শুক্রবার বার্মিংহামের এজবাস্টনের শুরু হবে ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট। প্রথম চারটি টেস্ট অনুষ্ঠিত হয়েছিল গত বছর। এরপর করোনার হানায় পঞ্চম টেস্টের জন্য নতুন করে সূচি নির্ধারণ করা হয়। 

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সামনের ম্যাচে হার এড়াতে পারলেই ২০০৭ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে তারা।

ভারত টেস্ট দল: জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারি, চেতেশ্বর পূজারা, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, প্রসিধ কৃষ্ণা, মায়াঙ্ক আগারওয়াল।

বিভি/এজেড

মন্তব্য করুন: