• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

৫ মাস আগেই বিশ্বকাপের ১৮ লাখ টিকিট শেষ

প্রকাশিত: ২১:৫৮, ৩০ জুন ২০২২

ফন্ট সাইজ
৫ মাস আগেই বিশ্বকাপের ১৮ লাখ টিকিট শেষ

আগামী ২১ নভেম্বর মাঠে গড়াবে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই টুর্নামেন্ট। আসর শুরু হতে এখনো ৫ মাস বাকি। এর আগেই ১৮ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। দুই কিস্তিতে এই টিকিট বিক্রি করে ফেলেছে ফিফা। 

সম্প্রতি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানায়, দুই দফায় ১৮ লাখ টিকি বিক্রি হয়েছে। তবে বিক্রির জন্য কতগুলো টিকিট অবশিষ্ট আছে সে বিষয়ে কিছু জানায়নি। আগামী সপ্তাহে শেষবারের জন্য টিকিট বিক্রি হবে। ৫ জুলাই থেকে অনলাইনে FIFA.com/tickets-এ শুরু হবে টিকিট বিক্রি। চলবে ১৬ আগস্ট পর্যন্ত। 

আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট পাবেন সবাই। অর্থাৎ, যত আগে টিকিটের জন্য আবেদন করবেন সেই হিসেবে টিকিট পাবেন। তবে ভুয়ো ওয়েবসাইট থেকে টিকিট কাটা নিয়ে সাবধান থাকতে বলেছে ফিফা। টিকিট একমাত্র FIFA.com/tickets-এ পাওয়া যাবে।
 
প্রতিটি ম্যাচের জন্য ভক্তরা সর্বোচ্চ ৬টি টিকিট কিনতে পারবেন। পুরো টুর্নামেন্টে কিনতে পারবেন সর্বোচ্চ ৬০টি। শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিরাও খেলা দেখার সুযোগ পাচ্ছেন। তাদের জন্য থাকছে বিশেষ ক্যাটাগরি।

বিভি/এজেড

মন্তব্য করুন: