• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

উইকেট যাচ্ছে, রানও পাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০১:৪৩, ৩ জুলাই ২০২২

আপডেট: ০১:৫০, ৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
উইকেট যাচ্ছে, রানও পাচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত।

প্রথম ওভারের তৃতীয় বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মুনিম শাহরিয়ার (৩ বলে ২)। ১০ বলে ১৬ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরলেন আনামুল হক বিজয়। ১৪ বলে ৯ করে ফিরেছেন লিটন দাসও। 

সর্বশেষ ৬ ওভার ৪ বলে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৭ রান। সাকিব আল হাসানের ১২ বলে সংগ্রহ করেছেন ২৮ রান। আর মাহমুদুল্লাহ ১ বলে সংগ্রহ ১ রান নিয়ে মাঠে আছেন। 

এরআগে বৃষ্টির কারণে দেরি বাংলাদেশ ও ওয়েস্ট উইন্ডিজের মধ্যকার প্রথম টি-২০ ম্যাচ শুরু হতে দেরি হয়। যার কারণে প্রতি ইনিংস ১৬ ওভার করে খেলা হবে। 

এরআগে বৃষ্টির কারণে অনুশীলনেও পূর্ণ সময় থাকা হয়নি টাইগারদের। আগের দিন শুধু ফুটবল খেলে ও ৪০ মিনিটের ফিল্ডিং সেশন শেষে ড্রেসিংরুমে ফিরতে হয়েছে সাকিব-রিয়াদদের।

ডমিনিকার  উইন্ডসর পার্কটি বাংলাদেশের জন্য বেশ পয়মন্ত। যে মাঠে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডে খেলে দুটিতেই জয় দেখেছিল সাকিব আল হাসানের দল। কিন্তু ২০১৭ সালের এক হ্যারিকেনে বিধ্বস্ত হয় মাঠটি। এর ৫ বছর পর বাংলাদেশের ম্যাচ দিযে আবারও ক্রিকেট ফিরছে ডমিনিকায়।

ডমিনিকার একই ভেন্যুতে কাল দ্বিতীয় ম্যাচ, তৃতীয় টি-টোয়েন্টি ৭ জুলাই গায়ানায়। এরপর তিনটি ওয়ানডে ১০, ১৩ এবং ১৬ জুলাই গায়ানায় হবে।

বাংলাদেশ দল

মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান। 

ওয়েস্ট ইন্ডিজ দল 

কাইল মায়ার্স (অধিনায়ক), ব্রেন্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, ডেভন থমাস, ওডিন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওবেদ ম্যাকয়, হেইডেন ওয়ালশ জুনিয়র।

বিভি/এইচকে

মন্তব্য করুন: