• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

হাফসেঞ্চুরি করে ফিরলেন তামিম, বড় স্কোরের পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১৬, ৫ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
হাফসেঞ্চুরি করে ফিরলেন তামিম, বড় স্কোরের পথে বাংলাদেশ

ওয়ানডেতে সাম্প্রতিক বছরগুলোতে অন্য বাংলাদেশকে দেখছে বিশ্ব। ৫০ ওভারের ক্রিকেটে হয়েছে উঠেছে দুর্দান্ত এক দল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের ব্যাটিংয়েও দাপট দেখাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা। তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে শক্ত ভিত পেয়েছে সফরকারীরা। 

তামিম হাফসেঞ্চুরি করে ব্যাক্তিগত ৬২ রানে আউট হলেও, অপরপ্রান্ত ৪৮ রানে অপরাজিত আছেন লিটন দাস। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২৮ ছাড়িয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দারুণ শুরু পেয়েছে। স্কোর ২৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১৬ রান।

টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচেও টস জিততে পারেনি বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও একই ফল। টস হেরেছেন অধিনায়ক তামিম ইকবাল। টস জয়ী জিম্বাবুয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ।

এই ম্যাচ দিয়ে ওয়ানডে ফরম্যাটের একাদশে ফিরেছেন এনামুল হক। ঘরোয়া লিগে রানের বন্যা বইয়ে জাতীয় দলে ফিরেছেন আগেই। তবে যে ফরম্যাটে সবচেয়ে বেশি ভালো পারফরম্যান্স ছিল তার, সেই ওয়ানডে সংস্করণে অবশেষে খেলার সুযোগ পেলেন ডানহাতি ব্যাটার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (অধিনায়ক ও উইকেটকিপার), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাদেভেরে, তারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গোয়ে, ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা।

বিভি/এইচএস

মন্তব্য করুন: