• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সাকিবকে নিয়ে নেতিবাচক আলোচনা চান না আশরাফুল

প্রকাশিত: ১৭:৩৯, ১৭ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
সাকিবকে নিয়ে নেতিবাচক আলোচনা চান না আশরাফুল

সাকিবের কোনো নেতিবাচক আলোচনা চান না জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল। তিনি বলেন, এশিয়া কাপে সাকিবের উপর বিসিবি আস্থা রেখেছে এবং তার কাছ থেকে ভালো কিছু আশা করেন আশরাফুল। দলে সাকিব ছাড়া অধনিায়কত্ব করার মতো তেমন কেউ নেই বলে মনে করেন তিনি।

বাংলাভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘১৬ বছর ধরে সাকিব বাংলাদেশ দলকে সেবা দিয়ে যাচ্ছে। যে কারণে বিসিবি তাকে বেছে নিয়েছে। আমি মনে করে বাংলাদেশ কয়েকবার এশিয়া কাপে ফাইনাল খেলেছে। এবারও সাকিবের নেতৃত্বে বাংলাদেশ ফাইনাল খেলবে আশা রাখি। সেই সঙ্গে কোনো নেতিবাচক আলোচনাও সাকিবকে নিয়ে যেন না করা হয়।’

জাতীয় দলে নিজের ফেরার বিষয়ে আশরাফুলের কাছে জানতে চাইলে তিনি বাংলাভিশনকে বলেন, ‘একটিবারের জন্য হলেও লাল বলে আবার ফিরতে চাই। আমার ভক্তদের জন্য লাল-সবুজের জার্সি পরে আবার হোমঅফ ক্রিকেটে খেলতে চাই। সেই স্বপ্ন নিয়ে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি।’

তিনি বলেন,  ‘সামনে আবার লিগের খেলা শুরু হবে। সেখানে যদি ভালো কিছু করতে পারি! আশা রাখি নির্বাচকরা বিষয়টি ভালোভাবে দেখবেন। আমাকে একটিবারের জন্য হলেও সুযোগ দিবেন।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট খেলা ছাড়া তো অন্য কিছু শিখিনি। তাই তো জীবনের শেষ দিন পর্যন্ত ক্রিকেট নিয়ে কাটিয়ে দিতে চাই।’

রামপুরার মেরাদিয়ায় নিজের বাড়িতে মা, ভাই, নিজের পরিবার নিয়ে ভালো আছেন আশরাফুল। কয়েকদিনের মধ্যে পরিবার নিয়ে দেশের বাইরে যাবেন লিগ খেলতে এই ক্রিকেটার।

বিভি/এনএ

মন্তব্য করুন: