• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

দুবাইয়ে স্বর্ণের মার্কেটে তামিম ইকবাল

প্রকাশিত: ০৭:৩৯, ১৯ আগস্ট ২০২২

আপডেট: ০৭:৪৬, ১৯ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
দুবাইয়ে স্বর্ণের মার্কেটে তামিম ইকবাল

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দেরা দুবাই ল্যান্ড অব গোল্ড বা সোনার দেশ বলে পরিচিত। দুবাইয়ে এসে এইএলাকায় গিয়ে স্বর্ণের দোকানগুলো ঘুরে যাননি এমন পর্যটক মেলা মুশকিল।

দুবাইয়ে ছুটি বেশ ভালোই উপভোগ করছেন জাতীয় দলের অন্যতম তারকা তামিম ইকবাল। সম্প্রতি তিনি আরব আমিরাতসরকার কর্তৃক ১০ বছরের গোল্ডেন ভিসা পেয়েছেন। গত সোমবার বিকালে স্বর্ণের বাজারে দেখা গেল বাংলাদেশের অন্যতমব্যাটসম্যান তামিম ইকবালকে।

বিশ্বের সবার মতো ঘুরে গেলেন বাহারি ডিজাইনের সোনার গহনায় মোড়ানো চোখ ধাঁধানো সব দোকানে। যা চোখ এড়ায়নিকারওয়াশ ব্যক্তি মো. কাঞ্চনের। দুবাইয়ের স্থানীয় সময় সোমবার বিকাল ৫টায় দেরা দুবাইয়ে গেলেন তামিম ইকবাল। এ সময়কাঞ্চন তামিম ইকবালকে দেখতে পেয়ে সালাম দেন । তামিম ইকবাল সালামের জবাব দিয়ে বাংলাদেশি দেখে কাছে এসে জড়িয়েধরে ছবি তোলেন। তিনি বলেন, এই গরমের মধ্যে গাড়ি ওয়াশের কাজ অনেক কষ্টের; দোয়া করি এগিয়ে যাও। কাঞ্চন বিষয়টিসাংবাদিক ওবায়দুল হক মানিককে জানালে তিনি স্বর্ণের বাজারে যান।

সাংবাদিক ওবায়দুল মানিকের এক প্রশ্নের জবাবে এই তারকা ক্রিকেটার বলেন, আলহামদুলিল্লাহ ভালোআছি। আপনারা কেমনআছেন। আপনারা গণমাধ্যম কর্মীরা দেশে ও প্রবাসে সমানভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা সব প্রবাসী বাংলাদেশেররেমিট্যান্স যোদ্ধা। দোয়া করি আপনারা এগিয়ে যান।

মন্তব্য করুন: