• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ফুটবলারদের চুরি যাওয়া টাকা উদ্ধার না হলে বাফুফে দেবে

প্রকাশিত: ২০:১৬, ২২ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২০:৩৬, ২২ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
ফুটবলারদের চুরি যাওয়া টাকা উদ্ধার না হলে বাফুফে দেবে

সাফজয়ী নারী ফুটবল দলের দুই সদস্য কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহারের চুরি যাওয়া টাকা উদ্ধার না হলে বাফুফের পক্ষ থেকে সেই টাকা দেওয়া হবে। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা খানম কিরণ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

কিরণ বলেন, ‘ওরা বাচ্চা মেয়ে। এটা ওদের কাছে অনেক টাকা। এই টাকাটা যদি না পাওয়া যায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্যই আমরা উদ্যোগ নেবো ওদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য।’ তিনি জানান, লাগেজে কৃষ্ণা রানীর ৯০০ ও সামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার ছিল।

দেশে ফিরে একটি বেসরকারি টেলিভিশনকে কৃষ্ণা বলেছিলেন, ‘দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল। তাই আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে লাগেজ খুলে দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরও অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।’

বিভি/এনএ

মন্তব্য করুন: