• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

 ২৯ সেপ্টেম্বর থেকে ছুটিতে যাবেন শিরোপা জেতানো মেয়েরা

মানিক মাহমুদ

প্রকাশিত: ২২:০০, ২২ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২২:০৪, ২২ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
 ২৯ সেপ্টেম্বর থেকে ছুটিতে যাবেন শিরোপা জেতানো মেয়েরা

পরিবারের সাথে সময় কাটাতে ২৯ সেপ্টেম্বর থেকে ছুটিতে যাবেন নারী ফুটবলাররা। নারী ফুটবলের ঐতিহাসিক অর্জন সাফ চ্যাম্পিয়নশিপ। আনন্দের জোয়ারে ভাসছেন সাবিনা-কৃষ্ণারা। অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকেও সামর্থ্যের প্রমান দিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছেন তারা। 

সাফ শিরোপা জয়ী নারী ফুটবলারদের সাথে সাক্ষাত করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শোনেন মেয়েদের নানা আবদারের কথা। পারিবারিক অসচ্ছলতায় থাকা এই মেয়েরা স্বল্প বেতন নিয়েই সবসময় থেকেছেন হাসিমুখে। সম্মানিটা বাড়ানোর আবদার সাবিনাদের। 

টানা খেলায় থাকা মেয়েদের রিকোভারির জন্য ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বাফুফে ভবনে থাকবে সাফজয়ী নারী ফুটবলাররা। দক্ষিন এশিয়ার সীমানা পেরিয়ে এবার আরো এগিয়ে যাওয়ার পরিকল্পনা কোচ গোলাম রব্বানী ছোটনের। কিন্তু সীমাবদ্ধতা অনুশীলনের জন্য মাঠসহ প্রয়োজনীয় সহযোগিতার ঘাটতি। আগামী বছরের আগে আপাতত জাতীয় নারী ফুটবল দলের আর কোন খেলা নেই।

বিভি/এজেড

মন্তব্য করুন: