• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

এবার নেপাল জয়ের চ্যালেঞ্জে জাতীয় ফুটবল দল

প্রকাশিত: ০৮:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
এবার নেপাল জয়ের চ্যালেঞ্জে জাতীয় ফুটবল দল

এবার নেপাল জয়ের চ্যালেঞ্জে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে খেলতে নামবেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হবে ম্যাচটি।

মাত্র কয়েক দিন আগে এই দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবলের পতাকা তুলে ধরে দেশকে অসাধারণ এক সাফল্য এনে দেয় বাংলাদেশ নারী দল। সাফ নারী ফুটবল ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার এই শিরোপা জয় করেন সাবিনা খাতুনরা। সেই মাঠেই এবার বড় পরীক্ষায় জাতীয় ফুটবল দল।

বিশেষ করে নারী দলের এই সাফল্যের পর পুরুষ দলের জন্য নেপালের বিপক্ষে জয় শুধু বড় চ্যালেঞ্জে নয়, জামাল ভূইয়াদের উপর বাড়তি চাপও।

ফিফা উইন্ডোতে এবার দুটি ম্যাচ খেলছে জাতীয় ফুটবল দল। সেখানে ২২ সেপ্টেম্বর প্রথম ম্যাচে কম্বোডিয়ার মাঠে ১-০ গোলে জিতেছে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘এই ম্যাচের জন্য তাদের প্রস্তুতি ভালো হয়েছে।’

স্বাগতিক নেপালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে এই কথা বলেও জয়ের প্রত্যাশার কথাই শুনিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। নারী দলের সাফ জয়ের কথা উল্লেখ করে জামাল ভূইয়া বলেছেন, ‘ঐ সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে প্রস্তুতি তার দল।’

বিভি/এনএ

মন্তব্য করুন: